6 জানুয়ারি, 2019, রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। রাশিয়া, থাইল্যান্ড, চিন, জাপান সহ পূর্ব এশিয়ার একাধিক দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। পৃথিবীর কোন যায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। এশিয়ার একাধিক দেশ থেকে আগামী রবিবারের এই গ্রহণ দেখা গেলেও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।
আগামী রবিবার, পূর্ব এশিয়ার অনেকটা অংশ চাঁদের ছায়ার তলায় চলে যাবে। দিনের আকাশে তারা দেখা গেলেও এই গ্রহণের সময় পূর্ণগ্রাস গ্রহণের মতো সূর্য সম্পূর্ণভাবে চাঁদের পিছনে চলে যাবে না। গ্রহণের সময় সূর্যের সর্বোচ্চ 40 শতাংশ চাঁদের পিছনে চলে যাবে।
আরও পড়ুন: বিরল ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে জানুয়ারিতে
রবিবার সকাল 5 টা থেকে 9 টার মধ্যে এই গ্রহণ চলবে। আগেই জানানো হয়েছে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।
আরও পড়ুন: 2019 সালে 32 টি মহাকাশ অভিযান চালাবে ISRO
2019 সালে মোট পাঁচটি সূর্য/চন্দ্র গ্রহন হবে। দুটি চন্দ্রগ্রহণ ও তিনটি সূর্যগ্রহণ। এর মধ্যে মাত্র দুটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে। ভারতে দেখা যাওয়া দফুটি গ্রহনের একটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ। 16 জুলাই রাত 9 টা 31 মিনিট থেকে 17 জুলাই ভোর 3 টে 01 মিনিট পর্যন্ত ভারতের আকাশে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর পরে ডিসেম্বর মাসে ভারতের আকাশে সকাল 10 টা 48 মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন