মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 9 Pro।গত সপ্তাহে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi।
Photo Credit: Amazon
Redmi Note 9 Pro -র দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে
মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 9 Pro।গত সপ্তাহে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। একই সঙ্গে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro Max। 25 মার্চ সেই ফোন বিক্রি শুরু হবে। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে Redmi Note 9 Pro। গোটা দেশের অনলাইন ও অফলাইন স্টোর থেকে মঙ্গলবার এই ফোন বিক্রি শুরু হচ্ছে।
4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে অনলাইনে এই স্মার্টফোন কেনা যাবে। দেশের বিভিন্ন জনপ্রিয় রিটেলারের কাছ থেকেও পাওয়া যাবে এই স্মার্টফোন।
লঞ্চ অফারে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 500 টাকা ছাড় মিলবে। আজ দুপুর 12 টায় সেল শুরু হবে।
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 Pro -র দাম ও স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation