প্রথম ঝলকেই বাজিমাত করল Redmi Pro 2, থাকছে 48MP ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 ডিসেম্বর 2018 12:07 IST
হাইলাইট
  • Redmi Pro 2 এর টিজার প্রকাশ করল Xiaomi
  • Redmi Pro 2 তে থাকবে 48MP ক্যামেরা
  • সাথে থাকছে Snapdragon 675 চিপসেট

Redmi Pro 2 will be the successor to Redmi Pro that debuted as Xiaomi's first dual rear camera smartphone

Redmi Pro 2 এর টিজার প্রকাশ করল XiaomiRedmi Pro 2 তে থাকবে 48MP ক্যামেরা। এর সাথে থাকছে Snapdragon 675 চিপসেট। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছিল। 2016 সালে চিনে লঞ্চ হয়েছিল Redmi Pro। সেই ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi Pro 2 ফোনের টিজার প্রকাশ করেছে Xiaomi। এই টিজারে জানানো হয়েছে ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ব্যবস্থা।

তবে এই দুটি টিজারেই ক্যামেরা সম্পর্কে কোন তথ্য বিস্তারে জানানো হয়নি। তবে এই ফোনের ক্যামেরায় থাকতে পারে 48MP সেন্সার। এই ফোনে ব্যবহার হওয়া Snapdragon 675 চিপসেটে সর্বোচ্চ 48MP ক্যামেরা সাপোর্ট করে।

 

আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play

ছবি সৌজন্যে: Weibo

 

 

কয়েকদিন আগেই কোম্পানির প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন কোম্পানি পরবর্তী ফোনে 48MP রিয়ার ক্যামেরা থাকবে। Xiaomi প্রধান লিন বিন এই পোস্টে একটি ফোনের পিছনের ক্যামেরার ছবি পোস্ট করেছিলেন। এই ক্যামেরার পাশে ‘48MP' লেখা ছিল। এর আগে ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন Snapdragon 675 ব্যবহার করে শিঘ্রই স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।

 

আরও পড়ুন: আবার সেল Xiaomi প্রোডাক্টে, এই স্মার্টফোনগুলিতে মিলবে ডিসকাউন্ট

Advertisement

গত সপ্তাহে চিনে এক রিপোর্টে জানানো হয়েছিল Redmi সিরিজের অধীনে লঞ্চ হবে 48MP ক্যামেরার Xiaomi স্মার্টফোন। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচক্সে সেলফি ক্যামেরা থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Honor View 20 আর Samsung Galaxy A8s ফোনে একই ডিসপ্লে ডিজাইন ব্যবহার হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন নতুন বছরের শুরুতেই 59,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, কোথায় পাবেন জেনে নিন
  2. Poco M8 5G কার্ভড 3D স্ক্রিনের সঙ্গে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  3. Oppo Reno 15 সিরিজ ভারতে 8 জানুয়ারি লঞ্চ হচ্ছে, 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা থাকবে
  4. Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা
  5. 2026 সালে AI কেড়ে নিতে পারে এই সমস্ত চাকরি, ভয় ধরাবে Microsoft-এর রিপোর্ট
  6. BSNL-এর মাস্টারস্ট্রোক, নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন, পুরো ফ্রি-তে!
  7. 6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন
  8. WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ
  9. বছরের শেষে Samsung-এর দুর্দান্ত 5G স্মার্টফোন মিলছে 12,000 টাকা সস্তায়, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  10. Oppo Find X9s মার্চে বাজারে আসতে পারে, 200MP + 200MP ডুয়াল ক্যামেরায় কাঁপাবে বাজার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.