24 মাসের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহককে মাসে 4,299 টাকা করে দিতে হবে। 6 মাসের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহককে প্রতি মাসে দিতে হবে 9,299 টাকা।
RentoMojo থেকে iPhone সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ভাড়া দেওয়া শুরু হল।
জনপ্রিয় রেন্টাল ওয়াবসাইট RentoMojo থেকে iPhone সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ভাড়া দেওয়া শুরু হল। এই ওয়েবসাইট ত্থেকে iPhone X, iPhone 8, Google Pixel 2, Samsung Galaxy S9 আর Samsung Galaxy Note 8-এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি ভাড়া পাওয়া যাচ্ছে। ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এই ফোনগুলি ভাড়া নেওয়া যাবে। প্রতি মাসে 2,099 টাকা থেকে 9,299 টাকার মধ্যে এই ফোনগুলিকে ভাড়া নেওয়া যাবে।
24 মাসের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহককে মাসে 4,299 টাকা করে দিতে হবে। 6 মাসের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহককে প্রতি মাসে দিতে হবে 9,299 টাকা। 24 মাস ব্যবহারের পরে iPhone X কিনে নিতে চাইলে 15,556 টাকা দিয়ে তা কিনে নেওয়া যাবে। তবে শুরুতে 9,998 টাকা সুরক্ষার জন্য জমা রাখতে হবে কোম্পানির কাছে। যাপরে ফেরৎ পেয়ে যাবেন গ্রাহক।
24 মাসের জন্য Google Pixel 2 ভাড়া নিলে মাসে 2,099 টাকা করে দিতে হবে। ছয় মাসের ভাড়ায় দিতে হবে 5,398 টাকা করে। একই ভাবে ভাড়া নেওয়ার শুরুতে গ্রাহককে সুরক্ষার জন্ম্য 5,398 টাকা কোম্পানির কাছে জমা রাখতে হবে যা পরে ফেরৎ পেয়ে যাবেন গ্রাহক। iPhone 8, Samsung Galaxy S9 আর Samsung Galaxy Note 8 ফোনের জন্য একই ধরনের প্ল্যান নিয়ে এসেছে RentoMojo।
এই তালিকার সবকটি ফোনই খুব দামি। সাধারন মানুষের পক্ষে এই ফোন কেনা কষ্টসাধ্য। ভাড়া নিয়ে এবার দেশের সাধারন মানুষ অল্প সময়ের জন্য সেরা ফোনগুলি ব্যবহারের স্বাদ নিতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xbox Partner Preview Announcements: Raji: Kaliyuga, 007 First Light, Tides of Annihilation and More
YouTube Begins Testing Built-In Chat and Video Sharing Feature on Mobile App
WhatsApp's About Feature Upgraded With Improved Visibility, New Design Inspired by Instagram Notes