ডুয়াল সিম Samsung Galaxy A51-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে।
Samsung Galaxy A51 -এর দাম 25,250 টাকা
2020 সালের প্রথম ত্রৈমাসিকে সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তকমা ছিনিয়ে নিল Samsung Galaxy A51। এই তালিকায় দুই নম্বরে রয়েছে Xiaomi'র Redmi 8। 2020 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট 60 লক্ষ Galaxy A51 বিক্রি করেছে Samsung। তালিকায় তিন নম্বিওরে রয়েছে Galaxy S20+।
ডুয়াল সিম Samsung Galaxy A51-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। চলতি বছর জানুয়ারিতে ভারতে এও ফোন লঞ্চ হয়েছিল।
Samsung Galaxy A51-এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A5-এর সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A51 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Get Fit Days Sale 2026 Announced in India: Check Out Some of the Best Deals
New Electrochemical Method Doubles Hydrogen Output While Cutting Energy Costs