গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A71। নতুন সপ্তাহের শুরুতেই ভারতে এই ফোন বিক্রি শুরু করল Samsung। এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Snapdragon 730 চিপসেট, 4,500 mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জ সাপোর্ট। ভারতে Vivo V17 Pro, Oppo Reno, Redmi K20 Pro ও OnePlus 7 -এর সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A71।
Samsung Galaxy A71 -এর দাম 29,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। সোমবার Amazon.in, Samsung.com ও Samsung Opera House থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
12GB RAM সহ লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro 5G
ডুয়াল সিম Samsung Galaxy A71 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy A71 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A71 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন