ভারতে এল প্রথম 5G স্মার্টফোন। সোমবার লঞ্চ হয়েছে Realme X50 Pro 5G। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, ডুয়াল সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 65W ফাসয় চার্জ সাপোর্ট। মঙ্গলবার ভারতে লঞ্চ হবে আরও একটি 5G ফোন iQoo 3। সেই ফোনের Realme X50 Pro 5G -র কড়া প্রতিযোগিতা দেখা যেতে পারে।
6GB RAM + 128GB স্টোরেজে Realme X50 Pro 5G -র দাম 37,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 39,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB ভেরিয়েন্টে দেশের প্রথম 5G ফোন কিনতে খরচ হবে 44,999 টাকা। আজ সন্ধ্যা 6 টায় সবুজ ও লাল রঙে এই ফোন বিক্রি শুরু হবে। Flipkart ও Realme.com থেকে পাওয়া যাবে Realme X50 Pro 5G।
Realme X50 Pro 5G স্পেসিফিকেশন
Realme X50 Pro 5G -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.44 ইঞ্চি 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, Adreno 650 GPU, 12GB RAM ও 256GB স্টোরেজ।
এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সুপার ফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro 5G
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
নতুন ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন