Samsung Galaxy A17 4G স্মার্টফোনে 6 বছর ধরে Android আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy A17 4G দেখতে 5G ভেরিয়েন্টের মতোই
Samsung Galaxy A17 4G সপ্তাহের শেষে লঞ্চ হয়ে গেল। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির লেটেস্ট বাজেট স্মার্টফোন হিসেবে এসেছে। এর সামনে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি MediaTek Helio G99 প্রসেসর দ্বারা পরিচালিত। স্যামসাং তাদের নতুন ফোনে ছয়টি মেজর Android আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে জানিয়েছে। একটি 4G ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট বিরল বলা চলে। এতে IP54 জলরোধী রেটিং আছে। প্রসঙ্গত, হ্যান্ডসেটটির 5G ভেরিয়েন্ট আগস্টে Exynos 1330 চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল।
Samsung Galaxy A17 4G মডেলে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটিতে সার্কেল টু সার্চ ও জেমিনাই লাইভের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর বৈশিষ্ট্য রয়েছে। এতে মিডিয়াটেক Helio G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি সর্বোচ্চ 6 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ17 4G এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য সামনের দিকে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
স্যামসাং ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটেড চ্যাসিস পেয়েছে। এই 4G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি আছে। ডিভাইসটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। ফোনটি 7.5 মিমি স্লিম এবং ওজন 190 গ্রাম। সংস্থা Android 21 পর্যন্ত সিস্টেম আপগ্রেড (ছয়টি মেজর) ও 2031 সাল পর্যন্ত (ছয় বছর) সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।
Samsung Galaxy A17 4G জার্মানিতে লঞ্চ হয়েছে। সেখানে ফোনটির 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 199 ইউরো রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,600 টাকার সমান৷ উল্লেখ্য, Samsung Galaxy A17 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ অন্যদিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 20,499 টাকা এবং 23,499 টাকা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন