বুধবার ভারতে আসছে Samsung Galaxy A51। সোমবার সোশয়াল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছিল Samsung। গত বছর ডিসেম্বরে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।
Samsung Galaxy A51 -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে
বুধবার ভারতে আসছে Samsung Galaxy A51। সোমবার সোশয়াল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছিল Samsung। গত বছর ডিসেম্বরে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। নতুন Galaxy A51 ফোনে রয়েছে Infinity-O ডিসপ্লে।
ভিয়েতনামে Galaxy A51 ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 24,500 টাকা। নীল, গোলাপি, কালো ও সাদা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। গত সপ্তাহে 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল 22,990 টাকা দামে ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy A51।
দুর্দান্ত ডিসপ্লে নিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছে Poco X2
ডুয়াল সিম Samsung Galaxy A51 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A51 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A51 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Turbo 6, Turbo 6V Launched With 9,000mAh Battery, Snapdragon Chipsets: Price, Specifications
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red