Photo Credit: TizenHelp
Samsung Galaxy A70 -তে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। শুরুতে ইউক্রেনের গ্রাহকদের ফোনে এই আপডেট পৌঁছেছে। শীঘ্রই গটা বিশ্বের অন্যান্য দেশের Galaxy A70 গ্রাহকের ফোনেও এই আপডেট পাঠাতে শুরু করবে Samsung। চলতি সপ্তাহে Galaxy A30 ও Galaxy A70s -এ Android 10 পৌঁছতে শুরু করেছিল। এই সব ফোনের Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে। এই আপডেটের সঙ্গে Samsung Galaxy A70 -তে পৌঁছে গিয়েছে 2020 ফেব্রুয়ারির অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
Samsung GAlaxy A70 -তে এই আপডেটের সাইজ 2060MB
ফার্মওয়্যারর ভার্সন A705FNXXU5BTB9 এর হাত ধরে Galaxy A70 -তে Android 10 আপডেট পৌঁছেছে। এই আপডেটের সাইজ 2060MB। Settings > Software update > Download থেকে এই ফোনে সাম্প্রতিকতম আপডেট ইন্সটল করা যাবে।
গত বছর এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A70। এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Snapdragon 675 প্রসেসর, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Xiaomi ও Realme -কে চাপে ফেলতে ভারতে এল LG W10 Alpha
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A70 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Galaxy A70 ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন