চিনের স্মার্টফোন কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায় এই সপ্তাহে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করবে Samsung। নতুন এই দুটি ফোনের নাম Galaxy J6+ আর Galaxy J4+। 10,000 টাকা থেকে 20,000 তাকার মধ্যে বাজেটে এই ফোন দুটি লঞ্চ করবে Samsung। Galaxy J6+ ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা। একই সাথে এই ফোনের পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই প্রথম কোন ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যাবে।
অন্যদিকে Galaxy J4+ ফোনে এমন একাধিক ফিচার থাকবে যা তরুণ প্রজন্মকে আর ভালো করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করবে।
এই বছরের শুরুতে Galaxy J6 আর J8 মিডরেঞ্জ ফোনদুটি লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। জুলাই মাসে ভারতে কুড়ি লক্ষ Galaxy J6 আর J8 বিক্রি করেছিল Samsung। প্রসঙ্গত ভারতে J সিরিজের ফোনগুলি Galaxy ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন