7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 সেপ্টেম্বর 2025 19:54 IST
হাইলাইট
  • Samsung Galaxy M07 ছয় বছর Android আপগ্রেড পাবে
  • স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে
  • Galaxy M07 ফোনে IP54 জলরোধী রেটিং রয়েছে

Samsung Galaxy M07 ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে

Photo Credit: Samsung

Samsung Galaxy M07 একেবারে সস্তায় ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা না করলেও, ফোনটি স্পেসিফিকেশন ও দামের সঙ্গে Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। যারা কম দামে ভাল ফোন খুঁজছেন তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে এটি। Samsung Galaxy M07-এর মুখ্য আকর্ষণ হল সফটওয়্যার পলিসি। ফোনটি ছ'টি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানা গিয়েছে। 7,000 টাকার মধ্যে বিক্রিত আর কোনও বাজেট ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট নেই। এতে 6.7 ইঞ্চি ডিসপ্লে ও MediaTek Helio G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy M07 ভারতে দাম

Amazon ইন্ডিয়ার লিস্টিং অনুসায়ী, Samsung Galaxy M07-এর দাম ভারতে 6,999 টাকা রাখা হয়েছে। এটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে উপলব্ধ। ক্রেতারা অ্যামাজন পে ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 325 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মাসিক কিস্তি 339 টাকা থেকে শুরু হচ্ছে। হ্যান্ডসেটটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে।

Samsung Galaxy M07 স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এম07-এর ফ্রন্টে 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও এইচডি+ রেজোলিউশন (720x1,600) পিক্সেল) এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থন করে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। এটি 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত হওয়ার ফলে পাওয়ার এফিশিয়েন্সি বেশি। মাইক্রোএসডি কার্ড দিয়ে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যেতে পারে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যা f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা বর্তমান। এটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে। স্যামসাং ছয়টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রদান করবে বলে জানিয়েছে।

Samsung Galaxy M07 মডেলে IP54 রেটিং থাকার কারণে হালকা বৃষ্টি বা জলের ছিটে এবং ধুলো থেকে কিছুটা সুরক্ষা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। এছাড়াও, বাজেট ফোনটি 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.3, ও ইউএসবি টাইপ-সি পোর্টের সঙ্গে আসছে। এটি 7.66 মিমি পুরু এবং ওজন 184 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.