Samsung Galaxy M07 ফোনে IP54 রেটিং থাকার কারণে হালকা বৃষ্টি বা জলের ছিটে সহ্য করতে পারবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M07 ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে
Samsung Galaxy M07 একেবারে সস্তায় ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা না করলেও, ফোনটি স্পেসিফিকেশন ও দামের সঙ্গে Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। যারা কম দামে ভাল ফোন খুঁজছেন তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে এটি। Samsung Galaxy M07-এর মুখ্য আকর্ষণ হল সফটওয়্যার পলিসি। ফোনটি ছ'টি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানা গিয়েছে। 7,000 টাকার মধ্যে বিক্রিত আর কোনও বাজেট ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট নেই। এতে 6.7 ইঞ্চি ডিসপ্লে ও MediaTek Helio G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Amazon ইন্ডিয়ার লিস্টিং অনুসায়ী, Samsung Galaxy M07-এর দাম ভারতে 6,999 টাকা রাখা হয়েছে। এটি 4 জিবি র্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে উপলব্ধ। ক্রেতারা অ্যামাজন পে ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 325 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মাসিক কিস্তি 339 টাকা থেকে শুরু হচ্ছে। হ্যান্ডসেটটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম07-এর ফ্রন্টে 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও এইচডি+ রেজোলিউশন (720x1,600) পিক্সেল) এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থন করে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। এটি 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত হওয়ার ফলে পাওয়ার এফিশিয়েন্সি বেশি। মাইক্রোএসডি কার্ড দিয়ে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যেতে পারে।
ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যা f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা বর্তমান। এটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে। স্যামসাং ছয়টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রদান করবে বলে জানিয়েছে।
Samsung Galaxy M07 মডেলে IP54 রেটিং থাকার কারণে হালকা বৃষ্টি বা জলের ছিটে এবং ধুলো থেকে কিছুটা সুরক্ষা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। এছাড়াও, বাজেট ফোনটি 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.3, ও ইউএসবি টাইপ-সি পোর্টের সঙ্গে আসছে। এটি 7.66 মিমি পুরু এবং ওজন 184 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show