Samsung Galaxy M07 ফোনে IP54 রেটিং থাকার কারণে হালকা বৃষ্টি বা জলের ছিটে লাগলেও ক্ষতি হবে না।
Photo Credit: Samsung
Samsung Galaxy M07 ছয়টি Android OS আপডেট পাবে
Samsung Galaxy M07 ভারতে 7,000 টাকারও কম দামে লঞ্চ হল। তবে লঞ্চের আগেই ফোনটি দাম ও সমস্ত স্পেসিফিকেশনের সঙ্গে Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছিল। যারা লো-বাজেটে ভাল কোয়ালিটির স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য নতুন মডেলটি দুর্দান্ত বিকল্প হতে পারে। Samsung Galaxy M07 সফটওয়্যার পলিসিতে বাজিমাত করেছ। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ছ'টি Android আপগ্রেড দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ Android 21 পর্যন্ত OS আপডেট পাবে। আবার 6 বছর সিকিউরিটি আপডেটেরও প্রতিশ্রুতি দিয়েছে। 7,000 টাকার নিচে দেশের বাজারে বিক্রিত অন্য কোনও বাজেট ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট নেই। এই মডেলে IP54 জলরোধী রেটিং এবং 4G মোবাইলে ব্যবহারের জন্য উপযুক্ত MediaTek Helio G99 প্রসেসর দেওয়া হয়েছে।
Samsung Galaxy M07-এর দাম ভারতে 6,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে উপলব্ধ। অ্যামাজন পে ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 5 শতাংশ ক্যাশব্যাক মিলবে। আবার SBI কার্ডের মাধ্যমে কিনলে করলে 325 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। হ্যান্ডসেটটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এবং Amazon থেকে গ্রে ও ব্ল্যাক কালার অপশনে কেনা যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এম07 একটি 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720x1,600) পিক্সেল), এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটিতে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। এটি 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যেতে পারে।
Samsung Galaxy M07-এর বডি IP54 সার্টিফায়েড। এই রেটিং হালকা বৃষ্টি বা জলের ছিটে এবং সীমিত পরিমাণে ধুলো থেকে কিছুটা সুরক্ষা প্রদান করবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট তারযুক্ত (ওয়্যার্ড) চার্জিং সাপোর্ট করে। ফোনটি ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে।
ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যা f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ফোনটি 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.3, ও ইউএসবি টাইপ-সি পোর্টের সঙ্গে আসছে।
হ্যান্ডসেটটি Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর One UI কাস্টম সফটওয়্যারে চলে। স্যামসাং যে ছয়টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রদান করবে, সেই কথা প্রথমেই জানিয়েছি। সবশেষে, নতুন মডেলটি 7.66 মিমি পুরু ও ওজন 184 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation