ভারতে চিনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত রুখতে নতুন Galaxy M সিরিজের স্মার্টফোন নিয়ে আসছে Samsung। শুরুতে Galaxy M সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ হবে। এবার লঞ্চের আগে এই সিরিজের বেস মডেল Galaxy M10 ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়ে গেল। প্রসঙ্গত আগামী 28 জানুয়ারী লঞ্চ হবে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন Galaxy M10, M20 আর M30।
আরও পড়ুন: জানুয়ারীতে মধ্যবিত্তের জন্য তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung
Slashleaks এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M10 ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 14 ন্যানোমিটার অক্টাকোর Exynos 7870 চিপসেট। সাথে থাকবে 2GB/3GB RAM।
আরও পড়ুন: নতুন আপডেটে ধারালো হবে Redmi Note 7 ফোনের 48MP ক্যামেরা
আরও পড়ুন: আগামী সপ্তাহের সেলে সস্তা হচ্ছে এই তিনটি Realme স্মার্টফোন
ছবি তোলার জন্য Galaxy M10 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M10 ফোনের ভিতরে একটি 3,400 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। মাত্র 7.7 মিমি পাতলা এই ফোনের ওজন 160 গ্রাম।
আরও পড়ুন: মাউসের ভিতরেই আস্ত কম্পিউটার! অবাক গ্যাজেট নিয়ে কৌতুহল চরমে
Samsung Galaxy M10 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। থাকছে হাইব্রিড ডুয়াল সিম স্লট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন