অনেক দিন ধরেই কানাঘুষো চলছিল। অবশেষে বাজারে আসতে চলেছে Galaxy M সিরিজের স্মার্টফোনগুলি। আগামী 28 জানুয়ারি Galaxy M সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে Samsung। ভারতে চিনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত কমাতে নতুন Galaxy M সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। শুধুমাত্র Amazon.in আর Samsung অনলাইন শপ থেকে Galaxy M সিরিজের ফোনগুলি বিক্রি করবে Samsung।
আরও পড়ুন: Realme 3 তে থাকবে 48MP ক্যামেরা
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে Samsung জানিয়েছে, Galaxy M সিরিজের ফোনগুলি সবার আগে ভারতে লঞ্চ হবে। Xiaomi কে হারিয়ে ভারতে এক নম্বর স্মার্টফোন ব্রান্ডের তকমা পুনরুদ্ধার করাই লক্ষ্য কোম্পানির।
আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7
গত কয়েক বছরে Xiaomi ও অন্যান্য চিনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির কাছে ভারতে জমি হারিয়েছে Samsung। নতুন Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন শুধুমাত্র অনলাইনে বিক্রি করবে Samsung। নতুন উপায়ে কোম্পানির অনলাইন বিক্রি অনেকটাই বাড়িবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
ভারতে মিলেনিয়ালসদের কথা মাথায় রেখেই নতুন এই ফোন লঞ্চ হবে। 10,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে বাজারে আসবে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন