সম্প্রতি Geekbench ওয়েবসাইটে একটি নতুন Samsung ফোন দেখা গিয়েছে। নতুন এই ফোনের মডেল নম্বর SM-M107F। অনেকেই মনে করছেন এটাই Samsung Galaxy M10s। এই বছরের শুরুতে লঞ্চ হয়েছিল Galaxy M সিরিজের প্রথম স্মার্টফোন Galaxy M10। সেই ফোনের স্পেসিফিকেশনে সামান্য বদল এনে বাজারে আসছে Galaxy M10s। Galaxy M10 ফোনে ছিল Exynos 7870 চিপসেট, 3,400 mAh ব্যাটারি, 6.2 ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে। কবে Galaxy M10s ফোন লঞ্চ হবে জানা যায়নি।
Geekbench ওয়েবসাইটে SM-M107F ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 7885 চিপসেট, 3GB RAM। বেঞ্জমার্কিং ওয়েবসাইটে এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম দেখা গিয়েছে। Android অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে কোম্পানি OneUI স্কিন চলতে পারে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 1217 স্কোর করেছে। মাল্টিকোরে SM-M107F পেয়েছে 3,324।
জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M10। 2GB RAM + 16GB স্টোরেজে Galaxy M10 এর দাম 6,990 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে Galaxy M10 কিনতে 7,990 টাকা খরচ হবে।
Galaxy M10 ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে Exynos 7870 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 3,400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন