Galaxy M20 ফোনে 5,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নতুন Samsung Galaxy M20s ফোনে থাকতে চলেছে 5,830mAh ব্যাটারি।
জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M20
Galaxy M সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Samsung। নতুন Galaxy M20s ফোনের ভিতরে থাকবে আরও বড় ব্যাটারি। Galaxy M20 ফোনে 5,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নতুন Samsung Galaxy M20s ফোনে থাকতে চলেছে 5,830mAh ব্যাটারি। এই বছরের শুরুতে এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ হয়েছিল Galaxy M10 আর Galaxy M20।
সম্প্রতি নেদারল্যান্ডে প্রকাশিত এক রিপোর্তে জানানো হয়েছে SM-M207 মডেল নম্বরে Galaxy M সিরিজের পরবর্তী স্মার্টফোন লঞ্চ হবে। নতুন এই ফোনে থাকছে 5,830mAh ব্যাটারি। এই ব্যাটারিরি প্রোডাক্ট কোড EB-BM207ABY।
5,830mAh ক্ষমতা দেখানো হলেও খাতায় কলমে এই ব্যাতারির ক্ষমতা 6,000 mAh হতে পারে। এখনও Samsung Galaxy M20s লঞ্চের দিন জানা যায়নি। চিন ও ভারতের বাজেট সেগমেন্টের কথা মাথায় রেখে এই স্মার্টফোন লঞ্চ করেছে Samsung।
জানুয়ারি মাসে Galaxy M10 আর Galaxy M20 লঞ্চ করেছিল Samsung। এর কয়েক দিন পরেই ভারতে আসে Galaxy M30। পরে জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy M40।
সম্প্রতি 20 লক্ষ Galaxy M সিরিজের স্মার্টফোন বিক্রির ঘোষনা করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ভারতে আপাতত শুধুমাত্র অনলাইন থেকেই Galaxy M সিরিজের স্মার্টফোন কেনা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch