ভারতে লঞ্চ হল Samsung Galaxy M31। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611, 6,000 mAh ব্যাটারি।
Samsung Galaxy M31 -এ 6,000 mAh ব্যাটারি থাকছে
ভারতে লঞ্চ হল Samsung Galaxy M31। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611, 6,000 mAh ব্যাটারি। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI স্কিন চলবে।
64GB স্টোরেজে Samsung Galaxy M31 -এর দাম 15,999 টাকা। 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। লঞ্চ অফারে এই ফোনে 1,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। অর্থাৎ 14,999 টাকায় এই ফোন কেনা যাবে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে। 5 মার্চ দুপুর 12 টায় বিক্রি শুরু হচ্ছে Samsung Galaxy M31।
5G কানেক্টিভিটি সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy A71
Samsung Galaxy M31 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট ও 6GB RAM। 64GB ও 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy M31 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
12GB RAM সহ লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro 5G
![]()
Samsung Galaxy M31-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে
Samsung Galaxy M31 -এর ভিতরে রয়েছে একটি 6,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। 8.9 মিমি চওড়া এই ফোনের ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Username Feature Said to Roll Out in 2026, Business Accounts Could Also Get Access
Samsung Galaxy S26 Ultra Camera, Charging Specifications Leaked Alongside Exynos 2600 Details