Photo Credit: Samsung
বিগত সোমবার ভারতে লঞ্চ হয়ে গেলো স্যামসাং কোম্পানীর নতুন স্মার্টফোন Samsung Galaxy M55s 5g। স্মার্টফোনটি Snapdragon 7 Gen 1 চিপসেট প্রসেসর এর সাথে উন্মোচিত হয়েছে। নতুন হ্যান্ডসেটটিতে 50 মেগাপিক্সেলের ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে এবং এটিতে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফোনটি 45W এর দ্রুত তারযুক্ত চার্জের বিনিময়ে 5,000 mAh ব্যাটারী দ্বারা চালিত। নতুন হ্যান্ডসেটটিতে একটি ফিউশন ডিজাইন আছে, যেখানে পিছনের প্যানেলটি ডুয়াল টেক্সচারের রূপে সজ্জিত হয়ে আছে। উল্লেখযোগ্যভাবে ভারতে কেনার জন্য উপলব্ধ Samsung Galaxy F55 5g এর সাথে নতুন Samsung Galaxy M55s 5g ফোনটি সামঞ্জস্যপূর্ণ।
ভারতে Samsung Galaxy M55s 5g-এর 8 জিবি+128 জিবি বিকল্পের দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে, সেখানে 8 জিবি+256 জিবি বিকল্পের দাম 22,999 টাকা। ভারতে আগামী 26-সে সেপ্টেম্বর থেকে ফোনটি অ্যামাজন, ভারতীয় স্যামসাং ওয়েবসাইট, বাছাইকরা কিছু খুচরো দোকানের মাধ্যমে ক্রয় করার জন্য উপলব্ধ থাকবে। এছাড়াও গ্রাহকরা 2000 টাকা ব্যাংকের ছাড়ের মাধ্যমে কার্যকরী কম দামে ফোনটি ক্রয় করতে পারবেন। হ্যান্ডসেটটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ হতে চলেছে - কোরাল সবুজ এবং থান্ডার কালো।
Samsung Galaxy M55s 5g ফোনটি একটি 6.7 ইঞ্চির full HD+ sAMOLED স্ক্রীন দ্বারা সজ্জিত হয়ে আছে। এটির রিফ্রেশ রেট 120Hz এবং এটি সর্বোচ্চ 1000নিটস পর্য্যন্ত উজ্জ্বলতা প্রদান করে থাকে। স্মার্টফোনটি Snapdragon 7 GEN 1 SoC প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত RAM, 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM এবং 256 জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজকে সমর্থন করে।
ক্যামেরার ক্ষেত্রে Samsung Galaxy M55s 5g ফোনটি ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হয়ে আছে। যার মধ্যে একটি OIS সমর্থিত 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে। একই ভাবে ফোনটির সামনের অংশেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। হ্যান্ডসেটটি ডুয়াল রেকর্ডিং সমর্থন করে, যেখানে ব্যাবহারকারীরা একইসাথে সামনে এবং পিছনের ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে পারবে।
স্যামসাং কোম্পানীর নতুন Galaxy M55s 5g ফোনটি 45W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,000 mAh ব্যাটারী দ্বারা নির্মিত হয়েছে। এটি স্যামসাং এর Knox Vault নিরাপত্তা এবং ডিসপ্লের মধ্যে অবস্থিত একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সাথে উন্মোচিত হয়েছে। হ্যান্ডসেটটির ঘনত্বের পরিমাপ 7.8 মিমি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন