Samsung Galaxy Note 10 লঞ্চের এখনও কয়েক মাস বাকি। এবার এই ফোনের ফিচার সামনে একতে শুরু করল। নতুন এক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকছে আগের থেকে বড় ব্যাটারি। বিশাল ব্যাটারির সাথেই Galaxy Note 10 ফোনে থাকবে 25W বা তার বেশি ক্ষমতার ফাস্ট চার্জ সাপোর্ট। এর ফলে জলদি এই ফোনের বিশাল ব্যাটারি চার্জ করা যাবে।
সম্প্রতি ট্যুইটারে এক পোস্টে জানানো হয়েছিল “Galaxy Note 10 ফোনে 25W সাপোর্ট থাকবে না”। অর্থাৎ এই ফোনে 25W এর বেশি ক্ষমতার ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। Galaxy Note 9 ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার হয়েছিল। রিপোর্ট সত্যি হলে Samsung Galaxy Note 10 ফোনে থাকতে পারে 4,500 mAh ব্যাটারি।
দুটি আলাদা স্ক্রিন সাইজে 2019 সালের Galaxy Note 10 লঞ্চ করতে পারে Samsung। এর মধ্যে বেকটি সাধারন Note অন্যটি ‘Pro' মডেল হতে পারে। এছাড়াও ফোর্স টাচ ব্যবহারের জন্য এই ফোন থেকে সব ফিজিকাল বাটন বাদ যেতে পারে। Galaxy Note 10 ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন