Photo Credit: OnLeaks x 91Mobiles
2019 সালে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে Samsung এর পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10 আর Galaxy S10+। আগামী বছর ফেব্রুয়ারী মাসে সামনে আসবে Galaxy S সিরিজের পরবর্তী দুটি স্মার্টফোন। ইন্টারনেটে প্রায় রোজই এই দুটি ফোন সম্পর্কে একাধিক খবর সামনে আসছে। এবার Galaxy S10+ ফোনের একটি 360 ডিগ্রি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই ফোনের ডিসপ্লের মধ্যে ছোট ছিদ্র থাকবে। এর ভিততেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা।
সম্প্রতি OnLeasks ওয়েবসাইটে এক রিপোর্টে Samsung Galaxy S10+ ফোনের একটি 5K 360 ডিগ্রি ভিডিও পোস্ট হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে Galaxy S10+ ফোনের ডিসপ্লের মধ্যে একটি ছিদ্র থাকবে। সেখানেই ফোনের ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ একটি LED ফ্ল্যাশ আর একটি হার্ট রেট সেন্সার।
প্রায় সব কোম্পানি নিজেদের ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দিলেও সম্প্রতি প্রকাশিত হওয়া 360 ডিগ্রি ভিডিওতে Galaxy S10+ ফোনের নীচে একটি 3.5 মিমি হেডফোন দেখা গিয়েছে। এছাড়াও ফোনের নীচে থাকছে একটি USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। Galaxy S10+ ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED QHD ডুয়াল কার্ভড ডিসপ্লে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপে থাকবে একটি সাধারন লেন্স, একটি টেলিফটো লেন্স আর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও ডিসপ্লের নীচে থাকবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে Galaxy S10+ ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 8150 চিপসেট। ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে এই ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব Exynos 9820 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন