Samsung এর পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10। আগামী বছরের শুরু দিকে এই ফোন বাজারে আসবে। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে Galaxy S10-এ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এবার জানা গেল ডিসপ্লের নীচে এই ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি পেটেন্ট করেছে Samsung। 2019 সালের মার্চ মাসে লঞ্চ হবে Samsung Galaxy S10।
Patently Mobile জানিয়েছে, আলট্রাসনিক ট্রান্সমিশান/রিসেপশান মডিউল দিয়ে ডিসপ্লের একটি নির্দিস্ট জায়গা সক্রিয় করে আঙ্গুলের ছবি তুলবে Samsung। এই প্রযুক্তিকে নির্ভুলভাবে ব্যবহারের জন্য ডিসপ্লের নীচে চারটি পর্যন্ত সেন্সার ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। পেটেন্ট থেকে আরও জানা গিয়েছে আলাদা তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবে Samsung।
“উদাহরন হিসাবে, গ্রাহক যদি ফোনটিকে এক হাতে ধরেন তবে নিজে থেকেই তা ‘ওয়ান-হ্যান্ড মোড’ এ চলে যাবে। এর ফলে ডিসপ্লের আলাদা যায়গাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবে ফোনের ডিসপ্লের নীচে থাকা সেন্সার।” বলে জানানো হয়েছে ঐ রিপোর্টে।
এছাড়াও Galaxy S10+ ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করতে চলেছে Samsung। এর সাথেই Galaxy S10+ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার হতে পারে। এর সাথেই থাকতে পারে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। কোম্পানির জনপ্রিয় ‘Galaxy S’ সিরিজের 10বছর পূর্ণ হবে 2019 সালে। এর ফলে ফোনে একাধিক আকর্ষণীয় ফিচার যোগ করে গোটা দুনিয়াকে তাক লাগাতে চাইছে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন