Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনে 43,000 টাকার বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Flip 6 features a 3.4-inch cover screen
2026 সালের শুরুতেই স্মার্টফোনের দাম বাড়তে শুরু করেছে। কিন্তু বেশ কিছু পুরনো ফ্ল্যাগশিপ মডেলে এর সম্পূর্ণ উলটপুরাণ ঘটছে। স্টক খালি করার লক্ষ্যে মোটা অঙ্কের ডিসকাউন্ট দিচ্ছে নির্মাতারা। Samsung Galaxy Z Flip 6 তেমনই একটি প্রিমিয়াম হ্যান্ডসেট। এটি 2024 সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এখন শুনলে অবাক হবেন যে স্মার্টফোনটি বিক্রি হচ্ছ 43,000 টাকার বেশি ছাড়ে। ফোনের লঞ্চ প্রাইসের থেকে এতটাই কম দামে পাওয়া যাচ্ছে। ফলে ক্ল্যামশেল ডিজাইনের এই ফ্লিপ-ফোল্ড মোবাইল হতে পারে সেরা অপশন। এতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি বাইরেও একটি স্ক্রিন রয়েছে। চলুন ফোনটির অফারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Flip 6 ভারতে 1,09,99 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম ছিল। বর্তমানে এই মডেলটি অ্যামাজনে 66,880 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 43,320 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,006 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
ই-কমার্স প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একটি EMI অফার রয়েছে। ছয় মাসের মাসিক কিস্তিতে নিলে 3,250 টাকা সাশ্রয় করার সুযোগ পাওয়া যাবে। প্রতি মাসে 11,137 টাকা কিস্তি দিতে হবে৷ ফলে সুদ বাবদ যে টাকা অতিরিক্ত খরচ হত, তার পুরোটাই ডিসকাউন্ট হিসেবে দেওয়া হচ্ছে। ফোল্ডেবল হ্যান্ডসেটটি সিলভার শ্যাডো, মিন্ট, এবং ব্লু কালারে উপলব্ধ।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy Z Flip 6-এর ভিতরে 6.7 ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2X প্যানেল আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কভার স্ক্রিনেও 3.4 ইঞ্চি অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে। এটি ফ্ল্যাগশিপ Snapdragn 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি সাতটি মেজর Android OS আপগ্রেড (Android 21 পর্যন্ত) ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনটি 4,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।
ছবি ও ভিডিও তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 6-এর পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে — f/1.8 অ্যাপারচার, ডুয়াল পিক্সেল অটোফোকাস, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও তোলার জন্য, ভিতরে 10 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে। কভার ডিসপ্লে থাকায় বাইরের 50 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি তোলার জন্য ব্যবহার করা যেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন