Samsung Galaxy Z Flip 7 FE স্মার্টফোনে 16,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Flip 7 FE launched in India in July, 2025
Samsung Galaxy Z Flip 7 FE ভারতে জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির প্রথম ফ্যান এডিশন (FE) ফোল্ডেবল ফোন ছিল৷ সংস্থার প্রিমিয়াম ফোল্ডেবল ডিভাইসগুলির তুলনায় একটু কম দামে এসেছিল, যাতে ক্রেতাদের আয়ত্তের মধ্যে থাকে। শুনলে চমকে যাবেন, ক্ল্যামশেল স্টাইলের স্মার্টফোনটি 16,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। Amazon লঞ্চ প্রাইসের তুলনায় বিপুল ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে। ফোনটিতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি, একটি বড় কভার স্ক্রিন আছে। বাইরের 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেলফি ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যায়। চলুন অফারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Flip 7 FE চলতি বছর জুলাইতে 89,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল। অন্য দিকে, 256 জিবি স্টোরেজ অপশনের দাম 95,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে স্মার্টফোনটির উভয় ভ্যারিয়েন্ট 89,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, টপ মডেলে ফ্ল্যাট 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। অর্থাৎ, সমস্ত অফার মিলিয়ে 79,999 টাকায় কেনা যাবে।
এছাড়াও, অ্যাক্সিস, আইসিআইসিআই, অ্যামাজন পে আইসিআইসিআই, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে নো-কস্ট ইএমআই অপশন আছে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে মাসিক কিস্তিতে কিনলে 5,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ডিভাইসটি পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 64,000 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। এটি সাদা ও কালো রঙে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন