Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 জুলাই 2025 20:37 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Flip 7 এর কভার স্ক্রিন 4.1 ইঞ্চির
  • ফোল্ডেবল ফোনটি Android 16 নির্ভর One UI 8 কাস্টম স্কিনে চলে
  • কভার স্ক্রিনে জেমিনি লাইভ, নাউ বার, নাউ ব্রিফ এর মতো AI ফিচার্স উপলব্ধ

Samsung Galaxy Z Flip 7 মিন্ট, জেট ব্ল্যাক, ব্লু শ্যাডো, ও কোরাল রেড রঙে এসেছে

আজ Samsung Galaxy Unpacked 2025 ইভেন্টে Samsung Galaxy Flip 7 শোরগোল ফেলে লঞ্চ হল। ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোন কতটা উন্নত হতে পারে, তার ধারণা ভেঙে দিয়েছে স্যামসাং। এই নতুন ফ্লিপ-ফোল্ড স্টাইলের মোবাইলটিকে একটি AI কম্প্যাক্ট ফোন বলে দাবি করেছে সংস্থা। দেখতে ছোট হলেও কার্যকারিতার দিক থেকে নামি দামি ফোনের ঘুম ছোটাবে। Samsung Galaxy Z Flip 7 এর নতুন ফ্লেক্সউইন্ডো (কভার ডিসপ্লে) জলদি মেসেজ টাইপ থেকে শুরু করে একনজরে নোটিফিকেশন দেখা, ও হাই-কোয়ালিটি সেলফি তোলার কাজে ব্যবহার করা যাবে। ফোনটিতে ফ্ল্যাগশিপ স্তরের ক্যামেরা এবং আলট্রা-কম্প্যাক্ট ডিজাইন রয়েছে।

Samsung Galaxy Z Flip 7 ভাঁজ করার সময় পরিমাপ 13.7 মিমি এবং ওজন 188 গ্রাম। খোলার সময় মাত্র 6.5 মিমি পুরু, যার ফলে এটি সংস্থার সবথেকে পাতলা ফ্লিপ ফোনে পরিণত হয়েছে। ডিভাইসটির আর্মর ফ্লেক্সহিঞ্জ পূর্বসূরী মডেলের তুলনায় পাতলা কিন্তু বেশি ক্ষমতাশালী। আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম দৃঢতা বজায় রাখতে সাহায্য করে। কভার স্ক্রিনে জেমিনি লাইভ, নাউ বার, নাউ ব্রিফ এর মতো AI ফিচার্স অ্যাক্সেস করা যাবে। ক্যামেরা সিস্টেমে উন্নত নাইটোগ্রাফি, 10-বিট HDR, ডুয়াল প্রিভিউ, ও পোট্রেট স্টুডিও মিলবে। এই ফোনে বেশ কিছু এআই ইমেজিং এবং এডিটিং টুল রয়েছে, যার মধ্যে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, নোট অ্যাসিস্ট, কল অ্যাসিস্ট এবং লাইভ ট্রান্সলেশন উল্লেখযোগ্য। এটি গুগলের সার্কেল টু সার্চ ফিচারও সমর্থন করে।


Samsung Galaxy Z Flip 7 স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy Z Flip 7 এর প্রাইমারি ডিসপ্লের দৈর্ঘ্য 6.9 ইঞ্চি। এটি একটি Dynamic AMOLED 2X প্যানেল যা FHD+ রেজোলিউশন (2520 x 1080 পিক্সেল), 2,600 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট অফার করে। আর কভার স্ক্রিনটি 4.1 ইঞ্চির এবং এতে AMOLED প্যানেল রয়েছে। স্যামসাং একে ফ্লেক্সইউন্ডো নাম দিয়েছে। সংস্থার ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল মডেলে ব্যবহৃত সবচেয়ে বড় ডিসপ্লে এটি। প্রাইমারি স্ক্রিনের মতো এতেও 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2,600 নিট সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। উভয় ডিসপ্লে Corning Gorilla Glass Victus 2 দ্বারা সুরক্ষিত।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 লেটেস্ট 3 ন্যানোমিটার প্রসেসর, Exynos 2500 দ্বারা পরিচালিত। এটির CPU, GPU, ও NPU পারফরম্যান্স পূর্বসূরী Galaxy Z Flip 6-এর তুলনায় বেশি বলে দাবি করা হয়েছে। চিপটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কম্বিনেশনের সঙ্গে যুক্ত। ফোনটির 4,300mAh ব্যাটারি এখনও পর্যন্ত Galaxy Z Flip সিরিজে সবথেকে পাওয়ারফুল। এটি 25W চার্জারে 30 মিনিটের মধ্যে অর্ধেক চার্জ হয়ে যাবে। এই ফ্লিপ ফোল্ড ফোনে ফাস্ট ওয়্যারলেস চার্জিং 2.0 এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট আছে।

ফটোগ্রাফির কথা বললে, Samsung Galaxy Z Flip 7 এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। প্রাইমারি ক্যামেরাটি F1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ডুয়াল-পিক্সেল অটোফোকাস সহ 50 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেকেন্ডারি ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি Android 16 নির্ভর One UI 8 কাস্টম স্কিনে চলবে। 

ভারতে Samsung Galaxy Z Flip 7 এর দাম 

ভারতে Samsung Galaxy Z Flip 7 এর দাম শুরু হচ্ছে 1,09,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে। আর 12 জিবি র‍্যাম + 512 জিবি অনবোর্ড স্টোরেজের মূল্য 1,21,999 টাকা। এটি জেট ব্ল্যাক, ব্লু শ্যাডো, কোরাল রেড, ও  অনলাইন এক্সক্সুসিভ মিন্ট রঙে এসেছে। জুলাই 25 থেকে বিক্রি শুরু হবে। স্পেশাল অফারে, জুলাই 12 তারিখের মধ্যে অগ্রিম বুকিং করা ক্রেতাদের 256 জিবি স্টোরেজের দামে 512 জিবি মডেলটি দেওয়া হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  2. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  3. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  4. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  5. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  6. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
  7. বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
  8. Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
  9. AI ফিচার্স নিয়ে Realme Pad 3 লঞ্চ হচ্ছে 6 জানুয়ারি, 12,200mAh ব্যাটারি ও 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  10. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.