Samsung Galaxy Z Flip 7 ভাঁজ করার সময় পরিমাপ 13.7 মিমি এবং ওজন 188 গ্রাম। যার ফলে এটি সংস্থার সবথেকে পাতলা ফ্লিপ ফোনে পরিণত হয়েছে। ডিভাইসটির আর্মর ফ্লেক্সহিঞ্জ পূর্বসূরী মডেলের তুলনায় পাতলা কিন্তু বেশি ক্ষমতাশালী। আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম দৃঢতা বজায় রাখতে সাহায্য করে।