Samsung Galaxy Z Fold 6 launched in July, 2024
Photo Credit: Samsung
ফোল্ডেবল স্মার্টফোনের দাম তুলনামুলক বেশি হলেও ব্যবহার করার অভিজ্ঞতা সাধারণ ফোনের থেকে সম্পূর্ণ ভিন্ন। মনে চাইলে মুহূর্তে ভাঁজ খুলে ফোনকে ট্যাবলেটের আকারে বদলে ফেলা যায়। আবার ডুয়াল স্ক্রিনের সুবাদে ভিডিও বা গেম খেলা আরও উপভোগ্য হয়ে ওঠে। এখন বিভিন্ন অনলাইন শপিং সাইটে চলছে Black Friday সেল। আর এই সেলে Samsung-এর ফোল্ডেবল স্মার্টফোনে 60,000 টাকা ছাড় মিলছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, Galaxy Z Fold 6 তার লঞ্চ প্রাইসের থেকে এতটাই সস্তা হয়েছে। সরাসরি দাম তো কমেছেই, পাশাপাশি ব্যাঙ্ক অফার ধরে আরও সাশ্রয় করা যাবে।
Samsung Galaxy Z Fold 6 গত বছরের জুলাই মাসে 1,64,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম ছিল। আর এখন ফোল্ডেবল ফোনটি Amazon-এ 1,09,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, 55,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। আবার ফোনটির সঙ্গে 5,000 টাকার একটি কুপন ভাউচার পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের উপর ছাড়ের অঙ্ক দাঁড়িয়েছে 60,000 টাকা।
Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে প্রায় 3,200 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 54,550 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। ফোনটি নেভি ও সিলভার শ্যাডো রঙের বিকল্পে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.