আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এর মধ্যেই আসতে চলেছে Samsung কোম্পানীর Samsung Galaxy Z fold 6 slim
শোনা যাচ্ছে samsung কোম্পানী Samsung galaxy z fold 6 slim স্মার্টফোনটি বইয়ের আকারের নকশার মাধ্যমে প্রকাশ হতে চলেছে এবং বর্তমানে এটি উন্নতির সংস্করণের প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে ,খুব শীঘ্রই লঞ্চ হতে পারে।
দক্ষিন কোরিয়ার সমন্বয়ে গঠিত এই নতুন ফোনটি সর্বপ্রথম নিজস্ব বাজার অর্থাৎ দক্ষিণ কোরিয়াতেই উপস্থাপন করা হতে পারে। তারপর ফোনটি অন্যান্য দেশে উপস্থাপন করা হবে।
শোনা যাচ্ছে যে, শুধুমাত্র কিছু বাছাই করা বাজারের ক্ষেত্রেই এটি লঞ্চ করা হবে।
Samsung Galaxy Z Fold 6 slim স্মার্টফোনটির আনুমানিক লঞ্চের তারিখ :
দক্ষিণ কোরিয়া চোসুন ডেইলির প্রকাশনা অনুযায়ী, আগামী 25 সে সেপ্টেম্বর Galaxy Z fold 6 slim ফোনটি দক্ষিণ কোরিয়াতে লঞ্চ করা হবে। এরপর এটি চীনের বাজারে লঞ্চ হবে। চীন এবং দক্ষিণ কোরিয়ার পাশাপাশি এটি ভারত, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে।
যেহেতু একটি নির্দিষ্ট পরিধির মধ্যে হ্যান্ডসেটটি লঞ্চ করা হচ্ছে ,তাই ফোনটির উৎপাদনের পরিমানও খুবই কম হতে পারে বলে মনে করা হচ্ছে। খুব সম্ভবত এটি 4 থেকে 5 লক্ষ ইউনিট হবে।
Samsung Galaxy Z fold 6 slim স্মার্টফোনটি লঞ্চ হওয়ার তথ্যের পাশাপাশি, অনুমান করা হচ্ছে ফোনটির অপটিক্স বৈশিষ্ট্যটি উন্নতমানের সংস্করণের মাধ্যমে এবার বাজারে উপলব্ধ হবে।
ডাচ্ প্রকাশনার গ্যালাক্সি ক্লাবের রিপোর্ট অনুযায়ী, হ্যান্ডসেটটির প্রধান ডিসপ্লের অন্তর্ভুক্ত সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের সমন্বয়ে এবং 4 মেগাপিক্সেল সুটারটি উন্নতমানের সংস্করণের বৈশিষ্ট্যর মাধ্যমে আসতে চলেছে।
অন্যদিকে কভার ডিসপ্লের ক্যামেরাটি 10
মেগাপক্সেলের প্রধান ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়্যাইড ক্যামেরা দ্বারা সজ্জিত হতে পারে।
Samsung Galaxy Z Fold 6 slim স্মার্টফোনটির আনুমানিক বৈশিষ্ট্য,স্পেসিফিকেশন :
একটি রিপোর্ট অনুযায়ী Samsung galaxy Z fold 6 slim স্মার্টফোনটির হিঞ্জে সিস্টেম এবং নিজস্ব প্লেট প্রক্রিয়াকরণে বিভিন্ন অসুবিধা থাকা সত্ত্বেও এটি টাইটেনিয়াম ব্যাকপ্লেট বৈশিষ্ট্য দ্বারা নির্মিত হতে পারে।
আশা করা যাচ্ছে, নতুন হ্যান্ডসেটটি স্লিম মনিকার সহ তার নিজস্ব সেটের যে পরিমাপ হয়, তার থেকে অনেক পাতলা হবে।
রিপোর্ট অনুযায়ী ফোনটি ভাঁজ করার পর তার মাপ 11.5মিমি প্রস্থ হবে। এছাড়াও এটিও আশা করা হচ্ছে যে, স্মার্টফোনটিতে একটি 8 ইঞ্চির অন্তর্বর্তী ডিসপ্লে এবং একটি 6.5 ইঞ্চি বহিঃস্থ ডিসপ্লে থাকবে।
কোম্পানীর নানান বৈশিষ্ট্যর দিকে নজর রেখে মনে করা হচ্ছে যে, Samsung Galaxy Z Fold 6 slim ফোনটির অভ্যন্তরীণ 7.6 ইঞ্চি স্ক্রিনটি এবং বাহ্যিক 6.3-ইঞ্চি বাহ্যিক স্ক্রীনগুলি উন্নত সংস্করণের মাধ্যমে আসতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন