Photo Credit: Samsung
বিগত ফেব্রুয়ারি মাস থেকে Samsung Galaxy Z Fold 6 Ultraফোনটি গুজবের মধ্যে রয়েছে।ফোনটি 2024সালে জুলাই মাসে লঞ্চ হওয়া Galaxy Z Fold 6-এর আগে লঞ্চ হওয়ার কথা ছিল।জুলাই মাসে স্যামসাংয়ের ফোল্ডবলের অনুষ্ঠানে এটির কোনো ঘোষণা না হওয়ায়,বলা হয়েছিল কোম্পানী ফোনটির উপর কাজ করা বন্ধ করে দিয়েছে এবং এটি দেরীতে লঞ্চ হবে।অনুমান করা হচ্ছে স্যামসাংয়ের প্রথম আলট্রাব্যান্ডেড ফোল্ডবল ফোনটি,বর্তমানে উপলব্ধ Galaxy Z Fold 6-এর মত পাতলা এবং বড় সংস্করণ হতে পারে। জুলাই মাসে ফাঁস হওয়া অন্য একটি তথ্য অনুযায়ী,ফোনটি অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। বর্তমানে একজন খুচরো বিক্রেতার দ্বারা অনলাইনের মাধ্যমে ফোনটির বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে।
একজন কোরিয়ান খুচরা বিক্রেতা একটি পোস্টের মাধ্যমে,Galaxy Fold 6স্পেশাল এডিশনের লঞ্চ তারিখ এবং প্রি-অর্ডারের তথ্য প্রকাশিত হয়েছে। যাইহোক বর্তমানে ওয়েবসাইটে এটি এখন আর দেখা যাচ্ছে না। অন্যদিকে একজন X (@negativeonehero) ব্যবহারকারীর একটি পোস্টে আলোচিত আলট্রার মত একই মডেল নম্বর দেখা যাচ্ছে।
পোস্টে উল্লেখকরা হয়েছে, নতুন ফোনটি দক্ষিণ কোরিয়ায় আগামী 25 তারিখ লঞ্চ করা হবে,এবং 18 থেকে 24 অক্টোবরের মধ্যে প্রীঅর্ডার করা যাবে। পোস্টটিতে একটি লিংকের মাধ্যমে Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে Galaxy Z Fold 6 (ক্রাফটেড কালো) সংস্করণটি দেখা যায়।ভারতে Galaxy Z Fold 6 ক্রাফটেড কালো সংস্করণটি লঞ্চ হওয়ার পর থেকে বিশেষ রঙ হিসেবে পাওয়া যাচ্ছে।এটির পিছনের অংশটি কার্বন ফাইবার বুননের মত দেখতে এবং এটি শুধুমাত্র কোম্পানীর ওয়েবসাইটে কিনতে পাওয়া যায়, স্থানীয় খুচরো বিক্রেতাদের কাছে উপলব্ধ নেই।
যে ব্যবহারকারী অনলাইনের মাধ্যমে পোস্টটি শেয়ার করেছেন,তিনি দুটি লিঙ্কও দিয়েছেন(যার মধ্যে একটি সরিয়ে নেওয়া হয়েছে)দ্বিতীয় লিঙ্কটি T-স্টোর ইভেন্টকে নির্দেশ করে,যেটির URL-এ “f958”মডেল নম্বরটি আছে।
এরআগেও Galaxy Z Fold 6 Ultra-র ফাঁসের সময় SM-F958 মডেল নম্বরটি দেখা গিয়েছিল।বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী,‘8' নম্বরটি স্যামসাংয়ের স্মার্টফোনের লাইনআপে একটি আলট্রাডিভাইসকে নির্দেশ করে।অন্যদিকে 6নম্বরটি নন-আলট্রা মডেলগুলিকে চিহ্নিত করে।একই রিপোর্টে বলা হয়েছে,শুধুমাত্র SM-F958N মডেলেই কাজ করা হচ্ছে,যেটি শুধুমাত্র কোরিয়াতে প্রকাশ করা হবে।বলা হয়েছে যে,উন্নতমানের ডিভাইসটিতে ভাঁজথাকার সময় 10.6মিমি পুরুত্ব সহ একটি 8 ইঞ্চির প্রধান ডিসপ্লে রয়েছে।
এটি একজন কোরিয়ার খুচরা বিক্রেতার ওয়েবসাইটে দেখা গিয়েছে,যদিও এটির সত্যতা যাচাই করা সম্ভব নয়,তাই স্যামসং যতক্ষন না লঞ্চের অনুষ্ঠান সম্পর্কে কোনো অফিশিয়াল তথ্য প্রকাশ করছে আমরা ততক্ষন খবরটিকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে পারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন