Galaxy M30 ফোনের ভিতরে থাকবে Exynos 7904 চিপসেট, 5,000 mAh ব্যাটারি। মঙ্গলবার দুপুর 12 টায় Galaxy M30 ফ্ল্যাশ সেল শুরু হবে।
Samsung Galaxy M30 ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি
মঙ্গলবার ভারতে পাওয়া যাবে Samsung Galaxy M30। Amazon আর Samsung Online Store থেকে এই ফোন পাওয়া যাবে। Galaxy M30 ফোনের ভিতরে থাকবে Exynos 7904 চিপসেট, 5,000 mAh ব্যাটারি। মঙ্গলবার দুপুর 12 টায় Galaxy M30 ফ্ল্যাশ সেল শুরু হবে।
4GB RAM আর 64GB স্টোরেজে Samsung Galaxy M30 এর দাম 14,990 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে 17,990 টাকা খরচ হবে। মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in আর Samsung অনলাইন শপ থেকে Galaxy M30 বিক্রি হবে।
Samsung Galaxy M30 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy M30 তে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 6 GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Galaxy M30 ফোনের পিছনেও থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। । ফোনের সামনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M30 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More