Photo Credit: Twitter/ Samsung Mobile India
11 জুন লঞ্চ হবে Samsung Galaxy M40। ইতিমধ্যেই Amazon ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশিত হয়েছে। এবার Galaxy M40 ফোনের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনে রয়েছে Infinity-O ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 11 জুন সন্ধ্যা 6 টায় ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40। এই বছর জানুয়ারি মাসে ভারতে এসেছিল Galaxy M10 আর Galaxy M20। পরে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Galaxy M30। Galaxy M40 এই সিরিজের চতুর্থ স্মার্টফোন।
20,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে Samsung Galaxy M40। 11 জুন ভারতে লঞ্চ হবে এই ফোন। Amazon.in আর Samsung অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ভারতে Samsung এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট অসিম ওয়ারসি Gadgets 360 কে জানিয়েছে Galaxy M40 ফোনে থাকছে Snapdragon 675 চিপসেট। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Galaxy M সিরিজের অন্য ফোনগুলি লঞ্চের সময় Android Oreo অপারেটিং সিস্টেম চললেও Galaxy M40 ফোন লঞ্চের সময় এই ফোনে থাকবে Android Pie অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ফোনে থাকছে “স্ক্রিন সাউন্ড” প্রযুক্তি। ফোনে কথা বলার সময় ডিসপ্লে ভাইব্রেট করে এই ফোনে কথা শোনা যাবে।
Galaxy M40 ফোনে থাকবে 128GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভারতে 20 লক্ষের বেশি Galaxy M সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে Samsung। জানুয়ারি মাসে ভারতে এসেছিল Galaxy M10 আর Galaxy M20। পরে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Galaxy M30।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন