সোনি WH-1000XM2, WI-1000X ওয়্যারলেস হেডফোনে থাকবে গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট

সোনি WH-1000XM2, WI-1000X ওয়্যারলেস হেডফোনে থাকবে গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট
হাইলাইট
  • ঘোষণাটি করা হয় CES 2018 তে
  • অ্যাসিস্টেন্স এর সংযুক্তি আসলে 2.0.0 সফ্টওয়্যার আপডেটের একটি অংশ
  • এটির iOS ডিভাইসে থাকছে গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট
বিজ্ঞাপন

সোনি অবশেষে তাদের WH-1000XM2, WI-1000X ওয়্যারলেস হেডফোনে আনতে চলেছে গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট। এই জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট এই ঘোষণা করেছিলো বেশ কয়েকমাস আগে CES 2018 তে। তারা বলেছিল যে তাদের কয়েকটি বর্তমান হেডফোনে গুগলের এই ভার্চুয়াল অ্যাসিস্টেন্স-এর সংযুক্তি ঘটাবে। গ্রাহকরা তাদের হেডফোনে একটি OTA (ওভার দ্যা এয়ার) আপডেট করে এটি ইনস্টল করতে পারবেন।

অ্যান্ড্রয়েড-পুলিশের রিপোর্ট অনুযায়ী আপডেট গুলি পাওয়া যাবে ওভার-ইয়ার WH-1000XM2 হেডফোনে এবং ইন-ইয়ার WI-1000X ইয়ারফোনে নতুন 2.0.0 সফ্টওয়্যার আপডেটের সঙ্গে। গুগল অ্যাসিস্টেন্স সাপোর্টের সাথে হেডফোনগুলিতে থাকবে iOS ডিভাইস সাপোর্ট, ভয়েস নোটিফিকেশন, দ্রুত পুশ-টু-টক কার্যক্ষমতা। ব্যবহারকারীরা নয়েস ক্যানসেলেশন বোতাম টিপে গুগল অ্যাসিস্টেন্স চালু করতে পারেন। এই দুটি হেডসেট ছাড়াও সোনি আরো কিছু মডেল WF-1000X, WH-CH900N, এবং H.ইয়ার 2 WH-900N এও গুগল অ্যাসিস্টেন্স সংযুক্তির কথা বলেছে।

CES 2018 তে জানুয়ারি মাসে সোনি অনেকগুলি নতুন হেডফোন প্রদর্শন করেছিল যার মধ্যে ছিল WF-SP700N নয়েস ক্যান্সেলিং হেডসেট, WI-S600N স্পোর্টস সেন্ট্রিক হেডসেট, MDR-1AM2 হেডফোন, এবং অন্য এক্সট্রা বাস অপশনগুলি। এদের মধ্যে, WF-SP700N এবং WI-S600N এ গুগল অ্যাসিস্টেন্স এর সংযুক্তির কথা ঘোষণা করা হয়। অবশ্য বর্তমানে কবে এই হেডফোনে এই সংযুক্তি হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা সোনি দেয় নি।

এমনকি JBLও CES 2018 তে, নতুন তিনটি হেডফোনে ওই একই গুগল অ্যাসিস্টেন্স আনার কথা বলে যার মধ্যে আছে JBL এভারেস্ট 310GA-র অন-ইয়ার মডেল, JBL এভারেস্ট 710GA আরউন্ড-ইয়ার মডেল, এবং JBL এভারেস্ট 110GA ইন-ইয়ার হেডফোনগুলি।

সম্প্রতি আলাদাভাবে, জিয়াওমিও তাদের স্মার্ট হোম সামগ্রী যেমন Mi বেডসাইড ল্যাম্প, Mi LED স্মার্ট বাল্ব, এবং Mi স্মার্ট প্লাগ-এ গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট নিয়ে এসেছে। এগুলি এই মাসের শেষের দিকেই US এ চালু হতে চলেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony, Wireless Headphones, Google Assistant
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO কোম্পানীর পরবর্তী স্মার্টফোন হিসেবে আসতে পারে iQOO Neo 10R 5G, এক নতুন হ্যান্ডসেট
  2. নতুন নক্ষত্র তৈরি হওয়ার পথে এক অসাধারণ দৃশ্য দেখা গিয়েছে নক্ষত্রমণ্ডলে
  3. আগামী 22সে জানুয়ারি স্যামসাং অনুষ্ঠিত করতে চলেছে গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্ট
  4. ইনস্টাগ্রাম নিয়ে এলো তাদের তৈরি নতুন ভিডিও এডিটিং অ্যাপ “Edits”
  5. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে থাকছে ছাড়
  6. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: 1 লাখ টাকার নিচে গেমিং ল্যাপটপে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে
  7. অসাধারণ সমস্ত ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025, থাকছে দারুন অফার
  8. স্মার্টটিভির উপর আকর্ষণীয় ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  9. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  10. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »