Tecno Camon 30S স্মার্টফোনটি 5000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে
Photo Credit: Tecno
Tecno Camon 30S is equipped with a 13-megapixel selfie camera
ট্রান্সশন-মালিকানাধীন ব্র্যান্ডের নতুন মধ্যমদামের Tecno Camon 30S স্মার্টফোনটি লঞ্চ হয়েছে।
এটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78ইঞ্চির AMOLED স্ক্রীন আছে।এটি 8জিবি পর্যন্ত RAM সহ একটি MediaTek Helio G100 চিপসেট দ্বারা সজ্জিত। হ্যান্ডসেটটিতে একটি 50মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 13মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এটি Android 14-দ্বারা চালিত। স্মার্টফোনটিতে 33W-চার্জিত একটি 5000mAh-এর ব্যাটারী আছে।এটি Wi-Fi, NFC এবং 4g সংযোগ সমর্থন করে।
হ্যান্ডসেটটির 8জিবি RAM+256জিবি স্টোরেজ বিকল্পটির দাম PKR 59,999(ভারতীয় মূল্যে প্রায় 18,200টাকা)নির্ধারণ করা হয়েছে।কিন্তু কোম্পানী এখনো পর্যন্ত 6জিবি+128জিবি,8জিবি+128জিবি RAM এবং স্টোরেজ বিকল্পগুলির দাম প্রকাশ করেনি।
হ্যান্ডসেটটি পাকিস্তানে সেলেস্টিয়াল ব্ল্যাক, ডন গোল্ড এবং নেবুলা ভায়োলেট রঙের বিকল্পে কোম্পানীর ওয়েবসাইটের মাধ্যমে ক্রয় করা যাবে। তবে ভারতে এটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কোম্পানী এখনো পর্যন্ত কিছু জানায়নি।
ডুয়াল ন্যানোসিম সমৃদ্ধ Tecno Camon 30S স্মার্টফোনটি Android 14-দ্বারা চালিত এবং এটির উপরে কোম্পানীর HiOS 14 স্কিন আছে।এটি 120Hz
রিফ্রেশ রেট সহ একটি 6.78ইঞ্চির Full-HD+ (1,080×2,436পিক্সেল)বক্র AMOLED স্ক্রীন দ্বারা সজ্জিত হয়ে আছে। যেটি সর্বোচ্চ 1,300নিট পর্যন্ত উজ্জ্বলতা বহন করে। স্মার্টফোনটি 8জিবি পর্যন্ত RAM এর পাশাপাশি একটি MediaTek Helio G100 চিপসেট প্রসেসর দ্বারা চালিত।
ছবি এবং ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোনটিতে একটি Sony IMX896 সেন্সর এবং OIS সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে এবং একটি 2মেগাপিক্সেলের ক্যামেরা ডেপথ সেন্সর আছে। এটিতে
ডুয়াল LED ফ্ল্যাশের পাশাপাশি পাঞ্চগর্তে একটি 13মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
আপনি ফোনটিতে 256জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ পাবেন।সংযোগের ক্ষেত্রে এটিতে 4G LTE,Wi-Fi, ব্লুটুথ, GPS, NFC এবং একটি USB Type-C পোর্ট যুক্ত করা হয়েছে।এছাড়াও এটিতে একটি অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর আছে।
Tecno Camon 30S স্মার্টফোনটি 33W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000mAh-এর ব্যাটারী দ্বারা চালিত।এটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে একটি IP53রেটিং যুক্ত করা হয়েছে।এছাড়াও,কোম্পানির মতে এটির পরিমাপ164.49x74.55x7.62মিমি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More