Tecno Pova 7 5G সিরিজে ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে
Photo Credit: Tecno
Tecno Pova 7 5G সিরিজ আজ ভারতে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে দুটি মডেল দেশে এসেছে — Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G। এই ফোনগুলিতে মাল্টি-ফাংশনাল ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে যা অনেকটা Nothing কোম্পানির গ্লিফ ইন্টারফেসের অনুরূপ। এটি 104টি মিনি এলইডি লাইট নিয়ে গঠিত এবং মিউজিক, নোটিফিকেশন, ভলিউমন, ও চার্জের সময় জ্বলে ওঠে। সংস্থার দাবি, Pova 7 Pro 5G গেমিং, স্ট্রিমিং, ও কনটেন্ট বানানোর জন্য উপযুক্ত। Tecno Pova 7 5G সিরিজের দুই মডেলেই 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি বর্তমান৷ Pro মডেলে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসাবে 30W ওয়্যারলেস চার্জিং বর্তমান।
ভারতে Tecno Pova 7 5G-এর দাম 12,999 টাকা থেকে শুরু হচ্ছে ও বেস মডেলটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটির 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 13,999 টাকা রাখা হয়েছে। মনে রাখবেন, এটি লিমিটেড পিরিয়ড প্রাইসিং এবং এতে ব্যাঙ্কের অফার অর্ন্তভুক্ত রয়েছে। ফোনটি ম্যাজিক সিলভার, ওয়াসিস গ্রীন, এবং গ্রীন ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
অন্যদিকে, স্পেশাল লঞ্চ অফারের অংশ হিসেবে, Tecno Pova 7 Pro 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 16,999 টাকা ও 17,999 টাকা। এটি ডায়নামিক গ্রে, নিওন সায়ান, ও গ্রীক ব্ল্যাক রঙে কেনা যাবে। ফ্লিপকার্টে জুলাই 10 থেকে সেল শুরু হবে।
Tecno Pova 7 Pro 5G-এর সামনে 6.78 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে যা 144hz রিফ্রেশ রেট, 240hz টাচ স্যাম্পলিং রেট, 2160hz PWM ডিমিং, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ট্যান্ডার্ড Pova 7 Pro 5G মডেলটির ক্ষেত্রে ডিসপ্লের আকার এক থাকলেও, LTPS IPL প্যানেল ব্যবহার করা হয়েছে যা 144hz রিফ্রেশ রেট সমর্থন করে।
Tecno Pova 7 5G সিরিজের দুই ফোনেই MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। উভয় মডেলেই 4K ভিডিয়ো রেকর্ড করার সুবিধা থাকবে। প্রো মডেলের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের Sony IMX682 সেন্সর ও একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা বর্তমান। অন্যদিকে, বেস মডেলটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 50 মেগাপিক্সেল AI সেন্সর ব্যবহার করেছে টেকনো। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, উভয় মডেলের সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
টেকনো পোভা 7 5G ও পোভা 7 প্রো 5G-এর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল Ella AI অ্যাসিস্ট্যান্ট। এটি এখন ভারতের বিভিন্ন স্থানীয় ভাষা সমর্থন করে। এই চ্যাটবটের মাধ্যমে মেসেজ লেখা থেকে শুরু করে কনটেন্ট অনুবাদ করা যাবে।।উভয় মডেলে 4x4 MIMO, VoWiFi ডুয়াল পাস, ইউনিক নো নেটওয়ার্ক কানেক্টিভিটি, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং, NFC, Dolby Atmos সাপোর্ট, IR রিমোট, ব্লুটুথ 5.4 ফিচার্স রয়েছে। তবে Pro মডেলটি এক্সক্লুসিভ 11-স্তরীয় হাইপার-কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.