Vivo Y31 ভারতে Snapdragon 662 চিপসেটের সঙ্গে 2021 সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল।
Photo Credit: Vivo
Vivo Y31 4G ফোনে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ছিল
Vivo Y31 ভারতে লঞ্চ হয়েছিল 2021 সালের জানুয়ারি মাসে। সেই সময় দেশে 4G নেটওয়ার্কের রমরমা। 5G তখনও চালু হয়নি। শুনলে অবাক হবেন, চার বছরের বেশি সময় পর কেটে যাওয়ার পর এই নাম ব্যবহার করেই নতুন প্রজন্মের কানেক্টিভিটির সঙ্গে নয়া ফোন আনছে ভিভো। কোম্পানি এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, Vivo Y31 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। Vivo Y30 5G সাপোর্টের সঙ্গে 2022 সালের জুলাইয়ে গ্লোবালি লঞ্চ হয়েছিল। আর Vivo Y31 5G বিদ্যমান মডেলগুলির তুলনায় উন্নত ফিচার্সের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে।
PassionateGeekz-এর রিপোর্ট অনুযায়ী, Vivo Y31 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এটি একটি বাজেট স্মার্টফোন হিসেবে আসবে বলে দাবি করা হয়েছে। ফোনটির লঞ্চ ডেট, স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্য খুব তাড়াতাড়ি প্রকাশ হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, Vivo Y31 4G ফোনটিতে 48 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, 6.58 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং Qualcomm Snapdragon 662 প্রসেসর রয়েছে।
Vivo Y31 এর 4G ভার্সন 16,490 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ অফার করে। অন্যদিকে, Vivo Y30 5G ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6.51 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে, 6 জিবি + 128 জিবি স্টোরেজ, 4D গেম ভাইব্রেশন, আল্ট্রা গেম মোড 2.0, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, MediaTek Dimensity 700 প্রসেসর, এবং 5,000mAh ব্যাটারি রয়েছে।
এদিকে, মাসের শেষে ভিভোর আরও একটি নতুন 5G ফোন ভারতে আসছে। Vivo T4R 5G জুলাই 31 দেশে লঞ্চ হবে। ফোনটির ডিসপ্লে থেকে শুরু করে প্রসেসর ও ক্যামেরার স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে, ভিভোর আসন্ন হ্যান্ডসেটটির দাম 20,000 টাকার নিচে থাকবে। একে কোয়াড-কার্ভড ডিসপ্লের সবচেয়ে পাতলা (7.39 মিমি) ফোন বলে দাবি করা হচ্ছে।
Vivo T4R 5G এর AMOLED ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ সমর্থন করবে। ডিসপ্লেটি SGS লো ব্লু লাইট সার্টিফায়েড। এতে 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা (Sony IMX882 সেন্সর) ও 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা থাকবে। সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল সেন্সর মিলবে। সামনের এবং পিছনের উভয় ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম বলে জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন