Vivo Y400 5G ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর ও 8 জিবি RAM থাকার সম্ভাবনা রয়েছে।
Photo Credit: Vivo
Vivo Y400 5G অলিভ গ্রিন ও গ্ল্যাম হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে
Vivo Y400 5G আগস্টের প্রথম সপ্তাহে ভারতে আসছে। নতুন স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি, ডিজাইন ও কালার অপশন প্রকাশ করেছে চীনা সংস্থাটি। সাম্প্রতিক সময়ে, ভিভোর প্রিমিয়াম থেকে শুরু করে বাজেট ও মিড-রেঞ্জে একের পর এক ফোন ভারতে এসেছে। Vivo Y400 Pro 5G জুন মাসে এ দেশে লঞ্চ হয়েছে। এবার স্ট্যান্ডার্ড মডেলটির আগমনের পালা। সূত্র মারফত জানা গিয়েছে, ফোনটির দাম 20,000 টাকার নিচে থাকবে। Vivo Y400 5G মিড-রেঞ্জ সেগমেন্টে বিক্রি হবে। মজার বিষয় হল, 5G ভার্সনের লঞ্চের দিনেই স্মার্টফোনটির 4G ভেরিয়েন্ট গ্লোবালি রিলিজ হওয়ার কথা রয়েছে।
ব্র্যান্ডটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, Vivo Y400 5G ভারতে আগস্ট 4 লঞ্চ হবে। ফোনটি অলিভ গ্রিন ও গ্ল্যাম হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। প্রমোশনাল ব্যানার ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ নিশ্চিত করেছে। ক্যামেরাগুলি একটি পিল-আকৃতির উল্লম্ব ক্যামেরা মডিউলের মধ্যে অবস্থিত। Aura Light-এর সঙ্গে LED ফ্ল্যাশ ইউনিটও হয়েছে। ভলিউম রকার এবং পাওয়ার বাটন ডান প্রান্তে অবস্থিত।
ভিভো ওয়াই400 5G স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে থাকতে পারে। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, এই স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং অফার করবে বলেও জানা গিয়েছে। এছাড়া, Android 15 ভিত্তিক FuntouchOS 15, Snapdragon 4 Gen 2 প্রসেসর ও 8 জিবি RAM থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, একই দিনে Vivo Y400 এর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি রিয়ার ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, ও IP68+IP69 রেটিংথাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া, হ্যান্ডসেটটি গুগলের সার্কেল টু সার্চ, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোটস সামারি, এআই ক্যাপশন, এআই ডকুমেন্টস সহ নানা AI ফিচার্স সাপোর্ট করবে।
উল্লেখ্য, ভারতে Vivo Y400 Pro 5G এর দাম 24,999 টাকা (8 জিবি + 128 জিবি) থেকে শুরু হচ্ছে। এতে IP65 রেটিং, 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.77 ইঞ্চি FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7300 প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5,500mAh ব্যাটারি, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Android 15, ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ফোনটি 256 জিবি স্টোরেজ অপশনেও উপলব্ধ, যার দাম 26,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন