Redmi 15C 5G ফোনে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে।
Photo Credit: Xpertpick
Redmi 15C 5G এর সবুজ ও ল্যাভেন্ডার রঙের ছবি ফাঁস হয়েছে
Redmi 15C ভারত ও গ্লোবাল মার্কেটে আগস্টেই লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। নতুন বাজেট স্মার্টফোনটি 4G ও 5G উভয় ভেরিয়েন্টে আসতে চলেছে। ইতিমধ্যেই 4G ভার্সনের ডিজাইন এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এবার Redmi 15C 5G এর ছবি ও ফিচার্স প্রকাশ্যে এসেছে। ফোনটি পূর্বসূরী Redmi 14C এর তুলনায় একাধিক ক্ষেত্রে আপগ্রেড পাবে। আপকামিং ফোনটিতে পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি, বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। উল্লেখ্য, Redmi 15 সিরিজে Redmi 15 4G, Redmi 15 5G, Redmi 15C 4G, ও Redmi 15C 5G অর্ন্তভুক্ত রয়েছে।
টিপস্টার সুধাংশু আম্ভোরের সহযোগিতায় Xpertpick তাদের একটি প্রতিবেদনে Redmi 15C 5G এর রেন্ডার প্রকাশ করেছে। ফাঁস হওয়া ছবিতে, ফোনটির পিছনের অংশে একটি আয়তাকার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। ভিতরে একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। দ্বিতীয় ক্যামেরার জন্য একটি কাটআউট দেখা যাচ্ছে, তবে এটি শুধু ডিজাইনের জন্য রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ফোনটি পূর্বসূরীর মতো সিঙ্গেল রিয়ার ক্যামেরা অফার করতে পারে।
রেডমি 15সি 5G সবুজ ও ল্যাভেন্ডার রঙে বিক্রি হবে। হ্যান্ডসেটটির কালো রঙের ভেরিয়েন্টও আসার কথা রয়েছে। রেডমির নতুন বাজেট স্মার্টফোনটির সমতল ডিসপ্লেতে পাতলা সাইড বেজেল, কিছুটা মোটা চিন ও উপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটার ড্রপ নচ রয়েছে। সংক্ষেপে বলা যায়, ডিভাইসটির ডিজাইন 4G সংস্করণের অনুরূপ।
Redmi 15C 5G ফোনে 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে প্যানেল রয়েছে যা HD+ রেজোলিউশন (1600 x 720 পিক্সেল) এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। Android 15 ভিত্তিক HyperOS 2.0 কাস্টম স্কিনে চলে স্মার্টফোনটি। সিকিওরিটির জন্য, এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পিছনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে 33W দ্রুত চার্জিং সমর্থন সহ 6,000mAh ব্যাটারি থাকবে। রেডমির নতুন ফোনটি 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম + 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে।
হ্যান্ডসেটটির চিপসেট বা সামনের ক্যামেরা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। Redmi 15 সিরিজ আগামী মাসেই লঞ্চ হতে পারে। এই লাইনআপে চারটি মডেল আসতে পারে — Redmi 15 4G, Redmi 15 5G, Redmi 15C 4G, এবং Redmi 15C 5G। রিপোর্ট বলছে, Redmi 15 5G-তে Snapdragon 6s Gen 3 প্রসেসর থাকবে, যেখানে Helio G81 চিপসেটের সাথে আসবে Redmi 15C (4G)। বাকি ফোন দু'টির প্রসেসর ডিটেলস জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন