Redmi 15 এর সামনে FHD+ রেজোলিউশনের 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে।
Photo Credit: Xpertpick
Redmi 15 কালো, সোনালী এবং বেগুনি (ডানদিকে) রঙে পাওয়া যেতে পারে
Redmi 15 বাজারে আসতে আর খুব বেশি দেরি নেই। রেডমির নতুন স্মার্টফোনটির ছবি, স্পেসিফিকেশন, ও দাম অনলাইনে ফাঁস হয়েছে। রেন্ডারে ফোনটির পিছনের অংশে বালির ঢেউয়ের মতো একটি প্যাটার্ন এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। Redmi 15 দু'টি কারণে বাজারে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে৷ প্রথমটি হল 7,000mAh ব্যাটারি এবং দ্বিতীয়টি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। হ্যান্ডসেটটির দামও আমজনতার সাধ্যের মধ্যে থাকতে চলেছে। জানিয়ে রাখি, শাওমির সাব-ব্র্যান্ডটি সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একজোড়া নতুন স্মার্টফোন লঞ্চের টিজিং শুরু করেছে। ফোন দু'টি Redmi 15 এবং Redmi 15C নামেই ভারতে লঞ্চ হতে পারে।
Redmi 15 এর ছবি টিপস্টার Arsène Lupin (ভায়া GSMArena) ফাঁস করেছে। প্রথম রেন্ডারে ফোনটির ডিসপ্লে দেখানো হয়েছে, যার উপরের, ডান এবং বাম প্রান্তে সমান বেজেল রয়েছে। আর নীচের প্রান্তটি কিছুটা মোটা। উপরের সেন্টার পাঞ্চ কাটআউটের মধ্যে একটি সেলফি ক্যামেরা বর্তমান। বাকি তিনটি ছবিতে বেগুনি, সোনালী এবং কালো রঙ দেখা যাচ্ছে।
— Arsène Lupin (@MysteryLupin) July 25, 2025
স্মার্টফোনটির বেগুনি রঙের ভেরিয়েন্টের ব্যাক প্যানেলে বালির ঢেউয়ের মতো একটি প্যাটার্ন রয়েছে, অন্য দু'টিতে সাধারণ ডিজাইন করা আছে। রঙগুলির মার্কেটিং নাম যথাক্রমে মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি পার্পল এবং টাইটান গ্রে। Redmi 15 এর পিছনের আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল তিনটি সেন্সর দিয়ে সজ্জিত। ক্যামেরাগুলি লম্বালম্বি অবস্থিত। প্রথম ক্যামেরা রিংয়ের ডানদিকে LED ফ্ল্যাশ রয়েছে।
Xpertpick ইতালির একটি অনলাইন শপিং সাইটে Redmi 15-কে খুঁজে পেয়েছে। সেই লিস্টিং থেকে জানা গিয়েছে যে, এটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে। সামনে FHD+ রেজোলিউশনের 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য পিছনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। সেকেন্ডারি ক্যামেরার বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। সামনের দিকে 13 মেগাপিক্সেলের একটাই সেলফি ক্যামেরা মিলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে বিশাল 7,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। রেডমি 15 মডেলটি Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম অপারেটিং সিস্টেমে রান করবে। এতে ধুলো ও জল প্রতিরোধের জন্য IP64 রেটিং আছে বলে জানা গিয়েছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম সাপোর্ট, ব্লুটুথ 5.2, NFC মাইক্রোএসডি কার্ড স্লট এবং ইউএসবি-সি পোর্ট।
Redmi 15 অনলাইন রিটেল স্টোরটিতে 184.90 ইউরো মূল্যে তালিকাভুক্ত আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,700 টাকার সমান। সেখানে 8 জিবি RAM + 256 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। রেডমি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ফোনটির লঞ্চ ঘোষণা করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন