iPhone 16e ফোনটি 128 জিবি, 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ।
Photo Credit: Apple
iPhone 16e লঞ্চের সময় 128 জিবি স্টোরেজের দাম ছিল 59,900 টাকা
iPhone 16e বর্তমানে Apple-এর সবচেয়ে কম দামি স্মার্টফোন। এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে 59,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। মূলত যাঁরা বাজেটের মধ্যে আইফোনের স্বাদ নিতে চান, তাঁদের জন্যই তৈরি হয়েছে এই মডেল। এখন খুশির খবর হল, সাধারণত iPhone 16e যে দামে বিক্রি হয়, তার থেকে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে। বিজয় সেলস, অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। আইফোন মডেলটির সবথেকে বড় হাইলাইট A18 Bionic প্রসেসর। চিপটি TSMC-এর সেকেন্ড জেনারেশন 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত। সঙ্গে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
iPhone 16e স্মার্টফোনের 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম Vijay Sales এর ওয়েবসাইটে 52,990 টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দু'টি যথাক্রমে 61,990 টাকা এবং 78,990 টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, লঞ্চের সময় ফোনটির বেস 128 জিবি ভার্সনের দাম ছিল 59,900 টাকা। অন্যদিকে, 256 জিবি এবং 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 69,900 টাকা এবং 89,900 টাকা ছিল।
Vijay Sales এর পাশাপাশি দেশের আরও দু'টি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মে আইফোন 16e এর দাম কমেছে। Amazon ফোনটির 128 জিবি এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যথাক্রমে 53,600 টাকা ও 84,100 টাকায় বিক্রি করছে। Flipkart হ্যান্ডসেটটির বেস 128 জিবি স্টোরেজ 54,990 টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এছাড়া, 256 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশন দু'টি যথাক্রমে 64,900 টাকা ও 84,900 টাকায় পাওয়া যাচ্ছে।
এগুলো লিস্টেড প্রাইড, তবে আপনি চাইলে আরও কম দামে কিনতে পারবেন। গ্রাহকরা নির্বাচিত ক্রেডিট কার্ডে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। আবার এক্সচেঞ্জ অফারের মাধ্যমে দাম আরও কমানো যেতে পারে। ডিসকাউন্ট বা অন্যান্য সুযোগ-সুবিধা সীমিত সময়ের জন্য থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে কিনতে চাইলে বেশি দেরি না করাই ভাল।
iPhone 16e একটি 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনটিতে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে যা 1,170x2,532 পিক্সেল রেজোলিউশন, 60 হার্টজ রিফ্রেশ রেট, HDR10, এবং সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন অফার করে। এটি কম্প্যাক্ট আকারের জন্য পরিচিত। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটারের A18 চিপে চলে এবং 128 জিবি / 256 জিবি / 512 জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে। ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 রেটিং বর্তমান। সবশেষে, এটি 4,005mAh ব্যাটারি পেয়েছে যা 8W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন