Vivo has started rolling out Android 16 to several smartphones
Photo Credit: Vivo
Vivo প্রতি বছর একাধিক স্মার্টফোন বাজারে আনে। চাইনিজ সংস্থার প্রতিটি মডেল Android অপারেটিং সিস্টেমে রান করে। এর উপর ব্র্যান্ডের নিজস্ব কাস্টম ইন্টারফেস থাকে, যার পোশাকি নাম হল OriginOS। কোম্পানি গত বছরের নভেম্বর মাস থেকে লেটেস্ট Android 16 ভার্সনের উপর ভিত্তি করে OriginOS 6 রোলআউট শুরু করেছে। এটি ইতিমধ্যেই একাধিক হ্যান্ডসেটে পৌঁছে গিয়েছে। নতুন সফটওয়্যারে বেশ কয়েকটি বড় আপগ্রেড এবং নতুন ফিচার যোগ করা হয়েছে। ফলে ইউজার ইন্টারফেস, পারফরম্যান্স, ও সামগ্রিক ব্যবহারে চোখে পড়ার মতো ইমপ্রুভমেন্ট এসেছে। সংস্থার বেশিরভাগ হাই-এন্ড বা দামি ফোন ইতিমধ্যেই Android 16 আপডেট পেয়েছে। OriginOS 6 এবার ফ্ল্যাগশিপ মডেলের পর মিড-রেঞ্জ মোবাইল ফোনেও রোলআউট হচ্ছে। এই প্রতিবেদনে Vivo এবং তার সাব-ব্র্যান্ড iQOO এর স্মার্টফোনের লিস্ট দেওয়া হল, যেগুলো ইতিমধ্যেই নতুন সফটওয়্যার আপডেট (Android 16) পেয়েছে ও পাওয়া শুরু করেছে।
Vivo
Vivo V40
Vivo V40 Pro
Vivo V50
Vivo V50e
Vivo V60e
Vivo V60 Lite 5G
Vivo T4 Pro
Vivo T4 Ultra
Vivo X90
Vivo X90 Pro
Vivo X100
Vivo X100 Pro
Vivo X200
Vivo X200 Pro
Vivo X200 FE
Vivo X Fold 3 Pro
Vivo X Fold 5
iQOO
iQOO Neo 10
iQOO Neo 10R
iQOO Neo 9 Pro
iQOO 12
iQOO 13
Vivo ব্যাচ ধরে ধাপে ধাপে উপরের ফোনগুলোতে Android 16 আপডেট রোলআউট শুরু করেছে। যার ফলে আপনার ডিভাইস লিস্টে থাকলেও আপডেট আসতে ক'দিন থেকে ক'সপ্তাহ লাগতে পারে। লেটেস্ট আপডেট এসেছে কিনা, তা চেক করার জন্য সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট দেখে নিতে পারেন।
উল্লেখ্য, ভিভোর এখনও বেশ কিছু যোগ্য ডিভাইস OriginOS 6 আপডেট পাওয়ার অপেক্ষায় রয়েছে। চাইনিজ সংস্থার দাবি, সেই ফোনগুলো 2026 সালের প্রথমার্ধের মধ্যে, অর্থাৎ জুন, 2026 শেষ হওয়ার আগে আপডেট পেয়ে যাবে।
প্রসঙ্গত, Vivo X200T ভারতে জানুয়ারি 27 লঞ্চ হবে। নতুন ফ্ল্যাগশিপ ফোনটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ও অন্যান্য অফলাইন রিটেলারদের মাধ্যমে কেনা যাবে। এটি তিনটি ব্যাক ক্যামেরার সাথে আসছে — 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা (Sony IMX921), 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স (Samsung JN1) ও 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882)। ডিভাইসের বেস মডেলের দাম 59,999 টাকার মধ্যে থাকার আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.