19 জুলাই ভারতে লঞ্চ হবে নতুন Vivo Nex S আর Nex A। বুধবার সাংবাদিকদের এই দিন ফাঁকা রাখার কথা জানিয়ে একটি আমন্ত্রনপত্র পাঠিয়েছে Vivo। এই মাসের শুরুতে এই দুটি ফোন চিনের বাজারে লঞ্চ করেছিল কোম্পানি। এই ফোনের রয়েছে ফুল স্ক্রিন ডিসপ্লে আর ফোনের ভিতর থেকে সেলফি ক্যামেরাটি বেরিয়ে আসে। এই ফোনে রয়েছে বিশাল 91.24% স্ক্রিন টু বডি রেশিও। একটি মোটরের মাধ্যমে ফোনের ফ্রন্ট ক্যামেরা ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ফোনে 256GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে।
এই আমন্ত্রণপত্রে জানানো হয়েছে Nex সিরিজের ফোন লঞ্চ কররে Vivo। তবে এই ফোনের দুটি মডেলই লঞ্চ হবে কী না সেই বিষয়ে কোন তথ্য জানায়নি Vivo।
ডায়মন্ড ব্ল্যাক ও রেড কালার ভেরিয়েন্টে এই দুটি ফোন লঞ্চ করা হয়েছে। চিনে Vivo NEX S এর 128GB ভেরিয়েন্টের দাম 4498 ইউয়ান (প্রায় 47,400 টাকা) আর 256GB ভেরিয়েন্টের দাম 4,498 ইউয়ান (প্রায় 52,600 টাকা)। অন্যদিকে একটু কম দাম Vivo NEX A এর। চিনে এই ফোনের একটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। চিনে Vivo NEX A এর দাম 3898 ইউয়ান (প্রায় 41,000 টাকা)। আগামী ২৩ জুন থেকে চিনে এই ফোনের বিক্রি শুরু হবে।
আগেই জানানো হয়েছে এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX S এ রয়েছে ৬.৫৯ ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল। Vivo NEX S এর ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB/ 256GB ইন্টারনাল স্টোরেজ।
Vivo NEX S এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।
Vivo NEX A এ তে রয়েছে একই ৬.৫৯ ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। Vivo NEX A এর ভিতরে আছে লেটেস্ট Snapdragon 710 চিপসেট, 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ।
Vivo NEX S এর একই ক্যামেরা রয়েছে NEX A এর ভিতরেও। আছাড়াও রয়েছে একটি 4000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন