100x জুম ক্যামেরা ও 512GB স্টোরেজের সাথে হইচই ফেলে লঞ্চ হল Vivo T4 Ultra

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 11 জুন 2025 18:06 IST
হাইলাইট
  • Vivo T4 Ultra স্মার্টফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
  • MediaTek Dimensity 9300+ প্রসেসর ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন
  • Vivo T4 Ultra এর 5,500mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

Vivo T4 Ultra মেটিওর গ্রে এবং ফিনিক্স গোল্ড রঙে এসেছে

Photo Credit: Vivo

Vivo T4 Ultra হইচই ফেলে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল৷ গত বছরের সেপ্টেম্বরে রিলিজ হওয়া Vivo T3 Ultra এর আপগ্রেড ভার্সন হিসাবে এই নতুন ফোনটি আত্মপ্রকাশ করেছে। Vivo T4 Ultra যেমন একটি পারফরম্যান্স-কেন্দ্রিক প্রিমিয়াম স্মার্টফোন, তেমনই ফটোগ্রাফির দিক থেকে দারুণ অভিজ্ঞতা প্রদান করবে। ডিভাইসটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। MediaTek Dimensity 9300+ প্রসেসর এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারির কম্বিনেশন ক্রেতাদের পছন্দ হবে। ফোনটি বেশ কিছু AI সমর্থিত ইমেজিং ও প্রোডাক্টিভিটি টুল দিয়ে সজ্জিত। এতে Google এর সার্কেল টু সার্চ ফিচারও উপলব্ধ।

ভারতে Vivo T4 Ulta এর দাম

ভারতে Vivo T4 Ultra এর 37,999 টাকা থেকে শুরু হচ্ছে যা 8 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের। 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 39,999 টাকা ও 41,999 টাকা। ফোনটি মেটিওর গ্রে এবং ফিনিক্স গোল্ড রঙে পাওয়া যাচ্ছে। জুন 18 থেকে ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।

Vivo T4 Ulta স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo  T4 Ultra ফোনটির 6.67-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে 1.5K (1,260x2,800 পিক্সেল) 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পলিং রেট, 5,000 nits পর্যন্ত লোকাল পিক ব্রাইটনেস লেভেল  এবং 2,160Hz PWM ডিমিং রেট, এবং HDR10+ সমর্থন করে। অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর LPDDR5 RAM এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। এটি Android 15 ভিত্তিক FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, Vivo T4 Ultra এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। প্রাইমারি ক্যামেরাটি হল 50 মেগাপিক্সেল Sony IMX921 সেন্সর যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থন করে। 8 মেগাপিক্সেলের আরেকটা সেন্সর একটি আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। একইসাথে, একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে যা 3x পর্যন্ত অপটিক্যাল জুম, 10x পর্যন্ত টেলিফটো ম্যাক্রো জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম অফার করে।

সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। ফোনটির 5,500mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সমর্থন করে। সিকিউরিটির জন্য পাবেন এটি একটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Vivo T4 Ultra গুগলের সার্কেল টু সার্চ, AI নোট অ্যাসিস্ট, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, কল ট্রান্সলেশন, ও AI ইরেজের মতো একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স দিয়ে সজ্জিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Oppo K13 Turbo Pro 5G, হোম ডেলিভারি 10 মিনিটে
  2. 32 থেকে একলাফে 50 মেগাপিক্সেল, দুর্ধর্ষ সেলফি ক্যামেরা থাকবে Xiaomi 16 সিরিজে
  3. 50MP AI ক্যামেরা ও 256GB স্টোরেজের সঙ্গে 18 আগস্ট লঞ্চ হচ্ছে Honor X7c 5G
  4. বাজে সেলফির দিন শেষ, Realme P4 5G সিরিজ দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসছে
  5. iPhone 17-কে টেক্কা দেবে Google Pixel 10 সিরিজ, লঞ্চের 1 সপ্তাহ আগেই দাম ফাঁস
  6. 9,999 টাকায় হাজির 6,000mAh ব্যাটারির সবচেয়ে স্লিম ফোন Tecno Spark Go 5G
  7. বাজেটে কিলার ফোন আনছে Infinix, লঞ্চ 16 আগস্ট, প্রিমিয়াম লুকস ও ফিচার্সে মন জিতবে
  8. 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম, কী নেই! ঝড় তুলবে Realme P4 সিরিজ
  9. iQOO দুর্দান্ত 4G স্মার্টফোন এনে চমকে দিল, ফিচার্সে 5G-কেও টক্কর, দাম জেনে নিন
  10. বিপুল ছাড়, সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জের সুবিধা, কম দামে iPhone 14 কেনার সুবর্ণ সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.