ভারতের বাজারে খুব শীঘ্রই Vivo T4 Ultra-হ্যান্ডসেটটি লঞ্চ করা হতে পারে। কোম্পানি এটি একটি মধ্যম রেঞ্জের স্মার্টফোন হিসেবে উন্মোচিত করতে পারে। Vivo T4 Ultra মডেলটির MediaTek Dimensity-র চিপসেট পেতে পারে। সম্প্রতি একজন টিপস্টারও হ্যান্ডসেটটি সম্মন্ধে বেশকিছু তথ্য প্রকাশ করেছে