Photo Credit: Vivo
Vivo T4 Ultra এই সিরিজের সবথেকে প্রিমিয়াম মডেল
Vivo T4 সিরিজে ফের একটি নতুন মডেলের আগমন ঘটছে, যার নাম Vivo T4R 5G। এটি ভারতে চাইনিজ সংস্থাটির প্রথম R ব্র্যান্ডেড স্মার্টফোন হতে চলেছে। বর্তমানে Vivo T4 লাইনআপে ফোনের সংখ্যা চারটি — T4x 5G, T4 5G, T4 Ultra, এবং T4 Lite। এদের মধ্যে শেষের ফোন দু'টি জুনে ভারতে লঞ্চ হয়েছে। সূত্রের দাবি, আপকামিং ফোনটিতে MediaTek Dimensity প্রসেসর থাকবে। এটি বেশি ইনগ্রেস বা IP রেটিং অফার করবে বলে জানা গিয়েছে। এর ফলে বর্ষার জলে ফোন ভিজলেও ক্ষতি হবে না৷ Vivo T4R 5G এর দামের রেঞ্জও প্রকাশ হয়েছে।
91Mobiles হিন্দির প্রতিবেদনে বলা হয়েছে, Vivo T4R 5G মডেলটি সংস্থার পোর্টফোলিওতে Vivo T4x এবং Vivo T4 মডেলের মধ্যে অবস্থান করবে। ভারতে ফোনটির দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি, এখন Vivo T4x এর 6 জিবি র্যাম + 128 জিবি ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে শুরু, যেখানে Vivo T4 ফোনটি কিনতে 21,999 টাকা খরচ। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য।
প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, কোম্পানি খুব শীঘ্রই ভারতে Vivo T4R 5G লঞ্চের ঘোষণা করতে পারে। এটি MediaTek Dimensity 7400 চিপসেটে দ্বারা পরিচালিত হবে বলে জানা গিয়েছে। হ্যান্ডসেটটি জল ও ধুলোর ক্ষুদ্র কণা থেকে রক্ষা করতে IP68 + IP69 রেটিং অফার করবে। উল্লেখ্য, Vivo T4 সিরিজের সবচেয়ে দামি এবং প্রিমিয়াম মডেল হল T4 Ultra। হ্যান্ডসেটটির দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে৷ বেস মডেল 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে।
Vivo T4 Ultra-র হাইলাইট 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেলের Sony পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, MediaTek Dimensity 9300+ প্রসেসর, 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারি, AI নোট অ্যাসিস্ট, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, কল ট্রান্সলেশন, ইত্যাদি। ফোনটির টপ মডেলে 512 জিবি স্টোরেজ পাওয়া যায় ও দাম 41,999 টাকা।
অন্যদিকে, জুনে লঞ্চ হওয়া Vivo T4 Lite একটি প্রকৃত বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন। এটি 10,000 টাকার মধ্যে প্রথম 6,000mAh ব্যাটারির মডেল। এতে 50 মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ, 6 ন্যানোমিটার অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর, IP64 ডাস্ট ও স্প্ল্যাশ-রেজিট্যান্স রেটিং, SGS 5-স্টার অ্যান্টি-ফল প্রোটেকশন, ও MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন