3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 অগাস্ট 2025 21:14 IST
হাইলাইট
  • Vivo V60 সবচেয়ে পাতলা 6,500mAh ব্যাটারি যুক্ত ফোন
  • এটি 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • Vivo V60 চার বছর সফটওয়্যার আপডেট পাবে

Vivo V60 এর মূল আকর্ষণ Zeiss ট্রিপল ক্যামেরা সিস্টেম

Photo Credit: Vivo

ভারতে লঞ্চ হওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় Vivo V60 এর বিক্রি শুরু হল। আজ ই-কমার্স প্ল্যাটফর্ম ও রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন যা বেশ কিছু প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে এসেছে। একে 6,500mAh ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা (7.6 মিমি) ফোন বলে দাবি করেছে কোম্পানি। Vivo V60 এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Zeiss ইমেজিং সিস্টেম, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট, IP68 + IP69 ধুলো ও জলরোধী ফ্রেম, NFC, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, স্টেরিও স্পিকার, একাধিক AI নির্ভর এডিটিং এবং প্রোডাক্টিভিটি টুলস, ইত্যাদি।

ভারতে Vivo V60 এর দাম ও অফার

ভারতে Vivo V60 এর দাম 36,999 টাকা থেকে শুরু হচ্ছে যা 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 38,999 টাকা এবং 40,999 টাকা। এছাড়া, 16 জিবি + 512 জিবি স্টোরেজের একটি টপ ভেরিয়েন্টও আছে যার দাম 45,999 টাকা। Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart, Amazon এবং অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI স্কিমে Vivo V50 কিনলে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট (সর্বাধিক 3,700 টাকা) পাওয়া যাবে। শুধু 3 মাস ও 6 মাসের প্ল্যানে নো-কস্ট EMI এর সুবিধা থাকছে। এই দুই প্ল্যানেই বিক্রয়মূল্য থেকে কিস্তির মোট অঙ্ক বাদ দিলে প্রায় 3,500 টাকা ছাড় দেখতে পেয়েছি আমরা। স্মার্টফোনটির সঙ্গে Vivo TWS 3e ইয়ারবাডস কিনলে 1 বছরের বর্ধিত ওয়ারেন্টি বিনামূল্যে মিলবে বলে জানা গিয়েছে।

Vivo V60 স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ভি60 এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন, 1.07 বিলিয়ন কালার, 5,000 নিট লোকাল পিক ব্রাইটনেস, ও HDR10+ গ্যামেট সাপোর্ট করে। ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি Android 15 নির্ভর Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

Vivo V60 এর পিছনে ফ্ল্যাগশিপ গ্রেড ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। ক্যামেরা সিস্টেমটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম + 10x হাইব্রিড জুম সহ 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা, ও 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 8 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

 
KEY SPECS
Display 6.77-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB, 16GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
  2. রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
  3. Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
  4. Redmi 15 5G বাজার কাঁপিয়ে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম শুনলে কিনতে ছুটবেন
  5. মাত্র 399 টাকায় ChatGPT GO আনল OpenAI, সবচেয়ে সস্তায় 10 গুণ বেশি সুবিধা
  6. Realme P4 5G এর দাম লঞ্চের এক দিন আগেই ঘোষণা হল, বাজেটে সেরা ফোন?
  7. সহজে ভাঙবে বা খারাপ হবে না এমন ফোন আনছে Vivo, লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি
  8. Samsung Galaxy A17 5G এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, মিলবে 50MP ক্যামেরা
  9. 7000mAh ব্যাটারির সঙ্গে Redmi Note 15 Pro সিরিজ 21 আগস্ট লঞ্চ হচ্ছে, ডিজাইন, ফিচার্স প্রকাশ হল
  10. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ঠান্ডা ফ্যান যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন Oppo K13 Turbo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.