Vivo V60 Lite 4G ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসছে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
চীনে বিক্রিত ভিভোর প্রতিটি ফোন OriginOS-এ চলে, যা তাদের Android-নির্ভর কাস্টম অপারেটিং সিস্টেম। Vivo V60 কোম্পানির প্রথম গ্লোবাল মডেল হবে বা চীনের বাইরে OriginOS সফটওয়্যার অফার করবে।