Vivo V60 Lite 4G-এর সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সহ 6.77 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকতে পারে।
Photo Credit: Xpertpick.com/ Sudhanshu Ambhore
Vivo V60 Lite 4G কালো ও নীল রঙে উপলব্ধ হবে
Vivo V60 Lite 4G শীঘ্রই বাজারে আসতে চলেছে। 5G স্মার্টফোনের যুগে হাই-টেক ফিচার্সের সঙ্গে নতুন 4G মোবাইল লঞ্চ হতে সচরাচর দেখা যায় না। কিন্তু এবার সেটাই করতে চলেছে ভিভো। Vivo V সিরিজের আসন্ন ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে থাকবে। এটি Qualcomm Snapdragon 685 প্রসেসর দ্বারা চালিত হবে। এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি থাকবে। Vivo V60 Lite 4G-এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। IP65 রেটিং স্মার্টফোনটির জল ও ধুলো থেকে সুরক্ষা প্রদান করবে। ভিভোর নয়া 4G ফোনের আরও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে৷ একইসাথে, ডিজাইন প্রকাশ্যে এসেছে।
টিপস্টার সুধাংশু ও এক্সপার্টপিক যৌথ উদ্যোগে Vivo V60 Lite 4G-এর রেন্ডার ও স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। ফোনের পিছনের অংশের উপরের বাম কোণে পিল আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দু'টি সেন্সর উল্লম্বভাবে অবস্থান করছে। ক্যামেরা মডিউলের পাশে সেন্সর দু'টির মাঝ বরাবর জায়গায় একটি রিং এলইডি ফ্ল্যাশ লাইট আছে। আর সামনের দিকের কথা বললে, ডিসপ্লেতে হোল পাঞ্চ কাটআউট এবং পাতলা বেজেল আছে। হ্যান্ডসেটটি কালো ও নীল রঙে উপলব্ধ হবে।
রিপোর্ট অনুসারে, ভিভো ভি60 লাইট ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 120-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফোনটির সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট সহ 6.77 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকবে।
ভিভোর নতুন স্মার্টফোনে Snapdragon 685 চিপসেট ব্যবহার করা হবে। এতে 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ থাকবে। এটি Android 15-ভিত্তিক Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করবে। ডিভাইসটিতে সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়াল স্পিকার থাকতে পারে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, এটি 7.59 মিমি পুরু হতে পারে। Vivo V60 Lite প্রথমে ইউরোপে লঞ্চ হবে।
উল্লেখ্য, Vivo V সিরিজের আরও একটি নতুন মডেল ভারতে আসতে চলেছে। Vivo V60e 5G নামের সেই আসন্ন ফোনটির ডিজাইন, দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এতে MediaTek Dimensity 7300 চিপসেট ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি থাকবে। 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সঙ্গে মিলবে IP68 ও IP69 জলরোধী রেটিং। এর বেস 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে 28,999 টাকা রাখা হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন