Vivo V60e স্মার্টফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর আছে। সঙ্গে 12 জিবি র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ।
Photo Credit: Vivo
Vivo V60e এলিট পার্পল ও নোবেল গোল্ড রঙে উপলব্ধ
Vivo V60e মঙ্গলবার ভারতে লঞ্চ হল। এটি 30,000 টাকার কম দামে ভিভোর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে, যারা মোবাইলে ছবি তুলতে ভালবাসেন, এটি তাদের জন্য বাজেটের মধ্যে উপযুক্ত ডিভাইস হতে চলেছে। আলট্রা স্লিম কোয়াড কার্ভড স্ক্রিন ফোনটিকে আরও স্টাইলিশ করে তুলেছে। Vivo V60e-এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 6,500mAh ব্যাটারি, IP68 ও IP69 জলরোধী রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং, বাইপাস চার্জিং, উন্নত ভেপার চেম্পার স্মার্ট কুলিং সহ আরও অনেক কিছু।
Vivo V60e একটি 6.77 ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি-টাচ কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,600 নিট পিক লোকাল ব্রাইটনেস, HDR10+, 1.07 বিলিয়ন কালার, এবং SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন অফার করে। স্ক্রাচ বা আঘাত থেকে স্ক্রিনকে রক্ষা করতে ডায়মন্ড শিল্ড গ্লাস ব্যবহার করেছে ভিভো।
ক্যামেরা ভিভো ভি60ই মডেলের প্রধান আকর্ষণ। এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.88 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা আছে। এটি 30x সুপার জুম সাপোর্ট করে। এর সঙ্গে f/2.2 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
ভিভো তাদের এই ফোনে MediaTek Dimensity 7360 Turbo 5G প্রসেসর দিয়েছে। এটি 12 জিবি LPDDR4X র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। আবার র্যাম ভার্চুয়ালি 24 জিবি (12+12) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
এতে 6,500mAh ব্লুভোল্ট ব্যাটারি ও 90W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ফোনটি চলে Android 15-ভিত্তিক Funtouch OS 15 সফটওয়্যারে। এটি তিনটি মেজর OS আপগ্রেড ও পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে। এছাড়াও, NFC IR, ব্লাস্টার, 16,470 বর্গ মিমি ভিসি কুলিং সিস্টেম এবং AI ফেস্টিভ পোট্রেট, AI ফোর-সিজন পোট্রেট, AI ইরেজ 3.0, AI ফটো এনহ্যান্স, AI ইমেজ এক্সপ্যান্ডারের মতো বৈশিষ্ট্য আছে।
Vivo V60e 5G ভারতে তিনটি মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। ফোনটির বেস 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম 28,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 31,999 টাকা এবং 33,999 টাকা। এটি এলিট পার্পল এবং নোবেল গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন