Photo Credit: Gizmochina
বাজারে Vivo কোম্পানীর একটি নতুন হ্যান্ডসেট Vivo Y37c আসতে চলেছে
বিগত বছরের জুলাই মাসে চীনের বাজারে Vivo কোম্পানীর Dimensity 6300 চিপসেটের সাথে Vivo Y37 এবং Y37m হ্যান্ডসেট দুটি লঞ্চ করেছিল। পরবর্তী সময়ে Vivo ব্র্যান্ডটি Vivo Y37 Pro-টিকে Snapdragon 4 Gen 2-এর সাথে ঘোষণা করেছিল। বর্তমানে কোম্পানি Y37c হ্যান্ডসেটটিকে তাদের নিজস্ব ঘরোয়া মার্কেটে উন্মোচিত করেছে। দেখে নিন নতুন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম।Vivo Y37c-এর স্পেসিফিকেশন এবং ফিচার,Vivo Y37c ফোনটিতে ওয়াটারড্রপ নচ সমৃদ্ধ একটি 6.56 ইঞ্চির একটি LCD স্ক্রিন আছে। যেটি HD+ রেজোলিউশন সমৃদ্ধ। এটির রিফ্রেশ রেট 90Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 570নিট। নীল আলো কমানোর জন্য এবং দেখার স্বচ্ছলতা বাড়ানোর জন্য স্ক্রিনটিতে আই প্রোটেকশন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়াও ব্যবহারেরর ক্ষেত্রে এটির উন্নত টেকসই ও ধূলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP64 রেটিং দেওয়া হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে Vivo Y37c ফোনটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5-মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটির পিছনের অংশে একটি LED ফ্ল্যাশ লাইটের সাথে একটি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ইউনিট আছে। যেটি সাধারণ মানের ফটোগ্রাফি করার সুবিধা দেয়। হ্যান্ডসেটটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি Android 14-ভিত্তিক OriginOS 4-এ চলে।
অন্যদিকে Vivo Y37c ফোনটি Unisoc T7225 চিপসেট পেয়েছে। এটিতে 6 জিবি LPDDR4X RAM এবং 128 জিবি eMMC 5.1 স্টোরেজ যুক্ত করা আছে। ফোনটি উন্নতমানের কাজ করার জন্য অতিরিক্ত RAM ভার্চুয়াল RAM কে সমর্থন করে। এটি 15W চার্জিং সমর্থিত একটি 5,500mAh ব্যাটারী দ্বারা চালিত।
সংযোগের বিকল্পের ক্ষেত্রে ফোনটিতে ডুয়াল সিম 4G, WiFi 5, ব্লুটুথ 5.2, USB-C এবং একটি 3.5 মিমির অডিও জ্যাক যুক্ত করা হয়েছে। এটির পরিমাপ 167.30×76.95×8.19 মিমি এবং ওজন 199 গ্রাম।
Vivo Y37c-এর 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ বিকল্পটির দাম 1,199 Yuan ($275)। এটি বর্তমানে চীনের বাজারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি ডার্ক গ্রিন এবং টাইটেনিয়াম এই দুই রঙের বিকল্পে পাওয়া যাবে। তবে Vivo কোম্পানি এখনও পর্যন্ত জানায়নি যে এই Vivo Y37c হ্যান্ডসেটটি কবে চীনের বাইরের অন্যান্য বাজারে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন